Advertisement
Advertisement
PMO

বুধে কার্যকর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক! মঙ্গলে প্রধানমন্ত্রীর দপ্তরে ‘হাই ভোল্টেজ’ বৈঠক

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প।

Big PMO meet on Tuesday as Trump's 50% tariffs set to come into force
Published by: Kishore Ghosh
  • Posted:August 25, 2025 2:26 pm
  • Updated:August 25, 2025 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। বলা বাহুল্য, শুল্ক দ্বিগুণ হওয়ায় ভারতীয় রপ্তানিকারকদের উপর খরচের চাপ বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে ২৬ আগস্ট মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে হাই প্রোফাইল বৈঠকের ডাকা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

Advertisement

কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে বিদ্যমান ২৫ শতাংশের শুল্কের প্রভাব নিয়ে রপ্তানিকারক সংস্থা এবং রপ্তানিতে সাহায্যকারী সংগঠনগুলির পরামর্শ নিচ্ছে। সংস্থাগুলি জানিয়েছে, ইতিমধ্যেই লভ্যংশের মার্জিন কমেছে। পাশাপাশি রপ্তানির বাজারে সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতাও হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির মোকাবিলা সরকার এবং সংস্থাগুলি কীভাবে করতে পারে, কোন কোন পদক্ষেপ করা যেতে পারে, মনে করা হচ্ছে আগামিকাল প্রধানমন্ত্রীর দপ্তরের বৈঠকে সেই বিষয়েই আলোচনা হবে।

উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement