Advertisement
Advertisement
Election Commission

‘বড় রঙিন ছবি, স্পষ্ট সিরিয়াল নম্বর’, স্বচ্ছ্বতার লক্ষ্যে ইভিএম ব্যালটে বড় বদল কমিশনের

একপ্রকার বাধ্য হয়েই এবার ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার কাজ শুরু করল নির্বাচন কমিশন।

Bihar Assembly Elections 2025: Election Commission to use colour photographs of candidates
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2025 6:00 pm
  • Updated:September 17, 2025 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR এবং ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে অবশেষে স্বচ্ছ্বতায় জোর দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনেই ইভিএম ব্যালটে বড়সড় বদল আনছে নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম ব্যালট এবং ভিভিপ্যাট এবার থেকে থাকবে প্রার্থীদের রঙিন ছবি। সেই সঙ্গে প্রার্থীদের সিরিয়াল নম্বরও আরও স্পষ্ট করে দেওয়া থাকবে। বিহারের ভোট থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। 

Advertisement

এতদিনের নিয়ম অনুযায়ী, ইভিএম ব্যালটে প্রার্থীদের নাম, ছবি এবং সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। কোনও কোনও ক্ষেত্রে সাদা কালো এবং ছোট ছবি থাকত। তবে সেটা বাধ্যতামূলকভাবে নয়। এবার থেকে রঙিন বড় এবং স্পষ্ট ছবি থাকবে। বরাদ্দ জায়গার দুই তৃতীয়াংশ জুড়েই থাকবে ছবিটি। সেই সঙ্গে আগের চেয়েও স্পষ্ট করে ছাপা থাকবে সিরিয়াল বম্বর। প্রার্থীর প্রতীক এবং দলের নাম আগের মতোই থাকবে। সেই সঙ্গে পেপারগুলি আগের চেয়ে ভালো মানের কাগজ ও রঙে ছাপা হবে। প্রত্যেক প্রার্থী এবং ‘নোটা’র নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজে দেখতে পান।

নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছ’মাস ধরে দেশজুড়ে সব রাজনৈতিক দল-সহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোটপ্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছ্বতা আনার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ, ভোটপ্রক্রিয়ায় সরলীকরণ, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোটা প্রক্রিয়ার উন্নতির চেষ্টা হচ্ছে বলে দাবি কমিশনের। সেই লক্ষ্যে কিছুদিন আগে মোট ২৮টি উদ্যোগ নেয় কমিশন। সেগুলির মধ্যেই অন্যতম এই ইভিএম ব্যালটে বদল।

ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ইভিএম নিয়ে প্রশ্ন, ভিভিপ্যাট গণনা নিয়ে প্রশ্ন, অকস্মাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন। গত এক দেড় বছরে কার্যত দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়েই একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই এবার ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার কাজ শুরু করল নির্বাচন কমিশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement