Advertisement
Advertisement
Asaduddin Owaisi

ঠাঁই মেলেনি ইন্ডিয়া জোটে, এবার বিহারে একা প্রচার শুরু ‘বিজেপির বি টিম’ ওয়েইসির

বিধানসভা নির্বাচনের আগে ওয়েইসি প্রকাশ্যেই ইন্ডিয়া জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Bihar Assembly Elections: Asaduddin Owaisi To Start Solo Bihar Campaign
Published by: Subhajit Mandal
  • Posted:September 23, 2025 4:04 pm
  • Updated:September 23, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে NDA-কে হারাতে ইন্ডিয়া জোটে শামিল হওয়ার জন্য একপ্রকার অনুনয়-বিনয় করেছিলেন। লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে তাঁর দলের শীর্ষ নেতা ৩টি চিঠিও লিখেছিলেন। কিন্তু তাতেও মন গলেনি আরজেডির শীর্ষ নেতৃত্বের। শেষমেশ বিহারে একা লড়ার প্রস্তুতি শুরু করে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। মঙ্গলবার থেকেই তিন দিনের ‘সীমাঞ্চল অধিকার যাত্রা’ শুরু করছেন AIMIM সুপ্রিমো।

Advertisement

সূত্রের খবর, মূলত সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চলের জেলাগুলির উপর দিয়ে যাবে ওয়েইসির যাত্রা। ৩ দিনের যাত্রায় মোট ২৪-২৫টি আসনকে টার্গেট করছেন হায়দরাবাদের সাংসদ। ২০২০ বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে AIMIM। সীমাঞ্চল এলাকায় ৫টি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েইসির দল। একাধিক আসনে তাঁদের প্রাপ্ত ভোটই হারজিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে AIMIM-এর পাঁচ বিধায়কের চারজনই আরজেডিতে যোগ দেন। একমাত্র অবশিষ্ট বিধায়ক আখতারুল ইমামই এখন মিমের রাজ্য সভাপতি। এবার ফের সীমাঞ্চলকে টার্গেট করছে ওয়েইসির দল।

যদিও এবারের বিধানসভা নির্বাচনের আগে ওয়েইসি প্রকাশ্যেই ইন্ডিয়া জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওয়েইসির দাবি, তাঁর দলের রাজ্য সভাপতি আখতারুল ইমাম জোটে যোগ দিতে চেয়ে অন্তত গোটা তিনেক চিঠি লিখেছিলেন আরজেডি নেতৃত্বকে। মাত্র ৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তাতেও মন গলেনি আরজেডি নেতৃত্বের। AIMIM সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, তাঁর দল বিহারের ভোটে লড়বে। এবং ইন্ডিয়া জোটের বাইরে থেকেই লড়বে।

সূত্রের দাবি, এআইএমআইএমকে ইন্ডিয়া জোটে নিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে সুবিধা হবে সেটা মানেন তেজস্বী যাদবও। কংগ্রেসও ওয়েইসির দলকে জোটে নিতে মোটামুটি রাজি। কিন্তু একই সঙ্গে মহাজোটের আশঙ্কা AIMIM-কে জোটে নিলে বিজেপি এই লড়াইকে হিন্দু-মুসলিম লড়াইয়ে পরিণত করতে পারে। তাতে সুবিধা হবে বিজেপিরই। সেকারণেই শেষমেশ জোটে জায়গা দেওয়া হয়নি ওয়েইসির দলকে। সম্ভবত সে কারণেই ওয়েইসির দল এবার নিশানা করছে লালুপ্রসাদ যাদবকেই। পালটা আরজেডি বলছে, “ওয়েইসি আসলেই বি টিমের মতো বিজেপির সুবিধা করে দিচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ