Advertisement
Advertisement
Bihar

বিহারে রাহুলের ভোটাধিকার যাত্রায় বাধা! হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেন না জেলাশাসক

বিহারজুড়ে পদযাত্রার ডাক তেজস্বীর।

Bihar DM denies Rahul permission to land helicopter for meeting

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 16, 2025 8:12 pm
  • Updated:August 16, 2025 8:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৭ আগস্ট বিহারে ভোটাধিকার যাত্রার ডাক দিয়েছে মহাজোট। সেখানে যোগ দিতে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে সেই কর্মসূচি শুরুর আগে বাঁধল বিপত্তি। রাহুল গান্ধীর হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেন না জেলাশাসক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে, শুরুতে সীমিত এলাকার মধ্যে এই কর্মসূচির ডাক দিলেও তা বদলে এবার বিহারজুড়ে পদযাত্রার ডাক দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

Advertisement

ভোটচুরির অভিযোগে গত সপ্তাহ থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, এতে বিজেপির সুবিধা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভুয়ো ভোটার যোগ করেছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে এই কাজ হয়েছে বলে তাঁর দাবি। কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা আসনে ভোট কারচুপির অভিযোগ বিতর্ক আরও বাড়িয়েছে। রাহুল গান্ধীর দাবি, এখানে ৬.৫ লক্ষ ভোটের মধ্যে এক লক্ষেরও বেশি ভোটার ভুয়ো। সংসদেও এই ইস্যুতে সরব হয়েছে বিরোধী শিবির। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানও করে বিরোধীরা।

এই পরিস্থিতিতেই ১৭ আগস্ট মহাজোটের ডাকে বিহারের সাসারাম থেকে ‘ভোটাধিকার যাত্রা’ শুরুর ডাক দেওয়া হয়েছে। ১৬ দিনের এই কর্মসূচিতে থাকছেন রাহুল গান্ধী নিজেও। তবে কর্মসূচির অনুমতি এখনও দেওয়া হয়নি বিহার পুলিশের তরফে। এবার জানা গেল, রাহুল গান্ধীর হেলকপ্টার অবতরণের অনুমতিও খারিজ করল প্রশাসন। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ বিরোধী শিবির। আরজেডি সাংসদ সুধাকর সিং জানিয়েছেন, “প্রশাসন যদি অনুমতি নাও দেয় রাহুল ও তেজস্বীর কপ্টার অবশ্যই অবতরণ করবে এবং যে কোনও মূল্যে পদযাত্রা হবেই। জোটের সমস্ত নেতৃত্ব এই কর্মসূচিতে যোগ দেবেন।” এদিকে প্রশাসনের তরফে জানা গিয়েছে, শহরের মধ্যে রাহুলের কপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি। তবে শহরের বাইরে কপ্টার অবতরণে কোনও বাধা নেই।

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির বিষয়টি তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। সেই মতো ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা। যা ১ সেপ্টেম্বর পাটনায় সমাবেশের মাধ্যমে যাত্রা শেষ হবে। এই যাত্রায় প্রায় ১৩০০ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল ও বিরোধী জোটের নেতারা। জানা যাচ্ছে, বিহারের ২৫টি জেলার মধ্য দিয়ে যাবে এই পদযাত্রা। যার মধ্যে পড়বে ৫০টি বিধানসভা কেন্দ্র। তবে ২৫টি জেলার পাশাপাশি গোটা রাজ্যের মানুষকে নিজ নিজ অঞ্চলে পদযাত্রা করার আবেদন জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ