Advertisement
Advertisement
Bihar

বিহারের ভোট বৈতরণী পার করতে বিজেপির ভরসা ‘স্পেশাল ৪৫’, বিভিন্ন রাজ্যের অভিজ্ঞ নেতাদের দায়িত্ব

তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি উপরের সারির নেতাদের যোগাযোগ তৈরি করতে এই উদ্যোগ।

Bihar election BJP finalise 45 leaders for winning

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 28, 2025 4:00 pm
  • Updated:September 28, 2025 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। বিহারে ক্ষমতা দখলের লড়াইয়ে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ বিজেপি। এই আবহে দু’দিন আগেই বিজেপি-র প্রার্থী তালিকা চুড়ান্ত হয়েছে বিহারে। এবার হয়ে গেল দায়িত্ব বণ্টন। বিহারের নির্বাচনে দলের প্রস্তুতির তদারকি করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে ৪৫ জন ‘বিশেষ’ নেতাকে নিয়োগ করেছে গেরুয়া শিবির।

Advertisement

জানা গিয়েছে, এই ৪৫ জন নেতার প্রত্যেককে লোকসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। আগামিদিনে বিধানসভা ভিত্তিতে দায়িত্ব ভাগ করা হবে বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে, একজন নেতার হাতে ছ’টি করে বিধানসভার দায়িত্ব থাকবে। এর মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি উপরের সারির নেতাদের যোগাযোগ তৈরি হবে।

পাটনায় দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিহারের নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের দায়িত্বে থাকা বিনোদ তাওড়ে-সহ অন্যান্য নেতারা। এই নির্বাচন থেকেই নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ৪৫ নেতাকে নির্বাচন করেছে গেরুয়া শিবির। নেতাদের মধ্যে রয়েছেন প্রহ্লাদ প্যাটেল, রাজকুমার চাহার, বিজয় বাঘেলের মত নেতারা। বিভিন্ন প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং যুব নেতাকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই নেতাদের প্রচারের পাশাপাশি আরও অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মূল দায়িত্ব স্থানীয় কর্মীদের সক্রিয় করা, বুথ-স্তরে সংগঠনের কাঠামো শক্তিশালী করা এবং প্রতিটি আসনে এনডিএ-র জয় নিশ্চিত করাও। বিজেপি ধারণা, ‘স্পেশাল ৪৫’-এর সাংগঠনিক অভিজ্ঞতা বিহারের নির্বাচনে বিজেপি-র জয়ে বিশেষভাবে সাহায্য করবে।

প্রসঙ্গত, প্রায় ১৫ জন বিধায়ক বাদ পড়তে চলেছেন এবারের বিজেপির প্রার্থী তালিকা থেকে। ২০২৪ সালের অনাস্থা ভোটে যাদের আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠে সেই সব বিধায়কের নাম এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। পাশপাশি, যাদের বয়স ৭০ বছরের বেশি এবং যে সব নেতা দলের অন্দরে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন তাঁদেরও এই বাতিল তালিকায় রাখা হবে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ