Advertisement
Advertisement
Bihar

নীতীশ-রাজ্যে ভোটের বাদ্যি! ২ বা ৩ দফায় হতে পারে বিহারের ভাগ্য নির্ধারণ

নির্বাচনের মাঝেই পড়তে পারে দীপাবলি ও ছটপুজো।

Bihar election may held 2 or 3 phases

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 2, 2025 5:20 pm
  • Updated:June 2, 2025 5:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ নভেম্বর শেষ হতে চলেছে বিহার বিধানসভার মেয়াদ। তবে তার প্রায় ৬ মাস আগেই ভোটের বাদ্যি বেজে গেল বিহারে। নির্বাচন কমিশন সূত্রের খবর, অক্টোবর মাসেই শুরু হয়ে যাবে বিহারে ২৪৩ আসনের ভোট গ্রহণ। এবার বিহারের নির্বাচন হতে পারে ২ থেকে ৩ দফায়। এমনকী নির্বাচনের মাঝেই পড়বে দীপাবলি ও ছটপুজো। ফলে সে বিষয়টিকেও মাথায় রাখছে কমিশন।

Advertisement

২২ নভেম্বর যেহেতু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে তাই ভোট প্রক্রিয়া, গণনা ও ফলপ্রকাশ তার আগেই শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে চলতি মাসেই বিহারে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন তিনি। তারপর আনুষ্ঠানিকভাবে হবে ভোট ঘোষণা। যদিও ইতিমধ্যেই বিএলও বা বুথ স্তরের অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যায়। ২০২৪ সালে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। দিল্লি বিধানসভা নির্বাচনেও উঠেছিল একই অভিযোগ। বিহারে যাতে তেমন ঘটনা না ঘটে সে বিষয়টিও মাথায় রাখছে কমিশন।

উল্লেখ্য, ২০২০ সালে তিনদফায় নির্বাচন হয়েছিল বিহারে। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। এবং ১০ নভেম্বর হয় ফলপ্রকাশ। বিজেপি ও নীতীশের জনতা দল ইউনাইটেড যৌথভাবে ভোটে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেও পরে বিস্তর নাটক হয় বিহার রাজনীতিতে। তবে মাত্র ২ বছরেই পালটি খেয়ে লালুর হাত ধরেন ‘পল্টুরাম’ নিতীশ। জানিয়ে দেন মরে গেলেও আর বিজেপিতে যাব না। যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের পালটি খেয়ে বিজেপির সঙ্গ নেন তিনি।

এহেন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে বিহার কোনপথে পা বাড়াবে সেদিকে নজর রয়েছে দেশবাসীর। এবার বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়েছে আগের তুলনায়। আরজেডি-কংগ্রেসের জোটের পাশাপাশি এবার নির্বাচন লড়বে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি। ইতিমধ্যেই ২৪৩ আসনে একা লড়ার ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। সবমিলিয়ে বিহার ভোট এখন পাখির চোখ গোটা দেশের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ