Advertisement
Advertisement
Maithili Thakur

বিহার ভোটের মুখে বিজেপিতে স্টার পাওয়ার, গেরুয়া শিবিরে যোগ জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরের

অতীতে মৈথিলীর গানের প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী।

Bihar Elections: Folk Singer Maithili Thakur Joins BJP
Published by: Subhajit Mandal
  • Posted:October 14, 2025 8:30 pm
  • Updated:October 14, 2025 8:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় ভোজপুরী শিল্পী মৈথিলী ঠাকুর। বিহারের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট পাচ্ছেন বলেই খবর। মঙ্গলবার বিকালে পাটনায় বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।

Advertisement

লোকগীতির জগতে অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিহারের মধুবণী জেলায় জন্ম নেওয়া মৈথিলী। বাবা লোক সংগীতশিল্পী রমেশ ঠাকুরের মতোই গানকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। লিটল চ্যাম্প, ইন্ডিয়ান আইডল-এর মতো একাধিক গানের রিয়ালিটি শোয়ের মঞ্চে নিজের সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। একাধিক তারকাখচিত অনুষ্ঠানে গাইতে দেখা গিয়েছে মৈথিলীকে। অতীতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর গানের প্রশংসা করেছেন। মা শবরীকে নেওয়া তাঁর একটি গানের উল্লেখ প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের মঞ্চেও করেছিলেন।

মৈথিলী বরাবরই হিন্দুত্ববাদে বিশ্বাসী। বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। মজার কথা হল, নির্বাচন কমিশন মৈথিলীকে বিহারের ‘স্টেট আইকন’ হিসাবেও নিযুক্ত করেছিল। এবার সেই পদ তাঁকে ছাড়তে হবে। সূত্রের খবর, সব ঠিক থাকলে বিধানসভা নির্বাচনে টিকিটও পাচ্ছেন তিনি। দ্বারভাঙার আলিনগর কেন্দ্রটিতে মৈথিলীকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। আসলে বিহারের ভোজপুর বেল্টে এবার খানিকটা চাপেই রয়েছে এনডিএ। ওই এলাকায় বামপন্থীরা সংগঠন বাড়িয়েছে। তাঁর স্টার পাওয়ারে ভরসা রাখার চেষ্টা করছে গেরুয়া শিবির।

এর আগে ভোজপুরী সুপারস্টার পবন সিংও বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু স্ত্রী-কে নিয়ে বিতর্কের জেরেই সম্ভবত তাঁকে ভোট ময়দানে নামাতে পারেনি গেরুয়া শিবির। তবে মৈথিলী সম্ভবত ভোট ময়দানে নামছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ