সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার শেষবেলায় বড় চমক। এক, শনিবার সারণ জেলায় রাহুলের যাত্রায় যোগ দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দুই, অখিলেশ এবং রাহুলকে মঞ্চে বসিয়েই তেজস্বী যাদব ঘোষণা করে দিলেন আসন্ন নির্বাচনে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন তিনিই।
শনিবার বিহারের সারণে রাহুলের সভায় যোগ দেন সমাজবাদী পার্টি সুপ্রিমো। তিনি স্লোগান তোলেন, “আগে অবধে জিতেছি, এবার মগধেও জিতব।” সপা সুপ্রিমো রাহুলের ভোটচুরির অভিযোগ প্রতিধ্বনিত করে নির্বাচন কমিশন, বিজেপি এবং আরএসএসকে তোপ দাগেন। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেছিলেন, অখণ্ড ভারতের সব বাসিন্দাই হিন্দু। ৪০ হাজার বছর ধরে ভারতের সবার ডিএনএ একই রকম। সেই প্রসঙ্গ টেনে অখিলেশ ভাগবতকে কটাক্ষ করে বলেন,”আমরা এতদিন বলতাম, সামাজিক ন্যায়বিচারের লড়াই ৫,০০০ বছরের পুরোনো। ক’দিন আগে জানতে পেরেছি এটি ৪০ হাজার বছরের পুরোনো।”
অখিলশ ইঙ্গিত দেন, বিহারে ইন্ডিয়া জোট লড়বে তেজস্বী যাদবের নেতৃত্বেই। সপা সুপ্রিমো বলে দেন, “তেজস্বী বিহারে দারুন কাজ করছেন। আমরা সবাই মিলে তেজস্বীকে সাহায্য করব। ও এখানে সরকার গড়বে।” সমাজবাদী পার্টির সুপ্রিমোর সমর্থন পেয়ে উৎসাহিত তেজস্বী ওই মঞ্চে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকে সাক্ষী রেখেই একপ্রকার নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দেন। নীতীশ কুমারকে ‘ডুপ্লিকেট মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করে তেজস্বী বলে দেন, “বিহারের মানুষ যদি আসল মুখ্যমন্ত্রী চান, তাহলে আমাকে ভোট দিন।” তেজস্বীর স্পষ্ট ঘোষণা, ইন্ডিয়া জোটের আসল মুখ্যমন্ত্রীর মুখ তিনিই।
ঘটনা হল, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব একসঙ্গে ভোটার অধিকার যাত্রা করলেও রাহুল এখনও তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। আসলে কংগ্রেসের আশঙ্কা আগেই তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিলে আসন ভাগাভাগির সময় দর কষাকষির মতো জায়গায় থাকবে না হাত শিবির। এদিনও তেজস্বী যখন নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করলেন, রাহুল গান্ধী তখনও নীরব ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.