Advertisement
Advertisement
Bihar

অধ্যক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বিহারে ‘আত্মঘাতী’ ইঞ্জিনিয়ারিং ছাত্রী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bihar Engineering Student killed herself, police started investigation

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 25, 2025 5:12 pm
  • Updated:September 25, 2025 5:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এর জেরে ওই তরুণী হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স ২০ বছর। তিনি মুঙ্গের জেলার বাসিন্দা ছিলেন। বুধবার রাতে কলেজের হস্টেলের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। সহপাঠীদের অভিযোগ, সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাঁকে হেনস্তা করে। পাশাপাশি, মুখ বন্ধ রাখতে তরুণীকে হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে। সহপাঠীদের দাবি, উপায় না পেয়ে তরুণী আত্মঘাতী হয়েছেন। তাঁদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতেও বিলম্ব করে। পরে তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ ক্যাম্পাসে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ