সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। শনিবার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিহারে। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও পুলিশ তা প্রকাশ্যে এনেছে শনিবার। এই ঘটনার পরই বিহারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে চার যুবক তরুণীকে গণধর্ষণ করেন। এরপরই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের দু’ঘণ্টার মধ্যেই অ্যাম্বুল্যান্সের চালক এবং এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন বিনয় কুমার এবং অজিত কুমার। বিনয় গয়া জেলার বাসিন্দা। অন্যদিকে, অজিতের বাড়ি নালন্দা জেলায়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের এক আধিকারিক আনন্দ কুমার বলেন, “ঘটনাটি প্রকাশ্যে আসার পরই একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। দু’ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার তদন্ত করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.