Advertisement
Advertisement
Bihar police

কাজের সময় মহিলা পুলিশদের গয়না-মেকআপে ‘না’, বিহারে পুরুষদের জন্যও একাধিক নির্দেশিকা

বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতেই এমন নির্দেশিকা বলে জানা গিয়েছে।

Bihar police bans women personal from donning ornaments on Duty

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 12, 2025 2:42 pm
  • Updated:July 12, 2025 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মহিলা পুলিশকর্মীদের জন্য নয়া নির্দেশিকা। অনডিউটি থাকাকালীন করা যাবে না মেকআপ। পরা যাবে না গয়নাও। নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মূলত বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতেই এমন নির্দেশিকা বলে পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফে জানানো হয়েছে।

Advertisement

গত ৮ জুলাই বিহার পুলিশের হেডকোয়ার্টার থেকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) পঙ্কজ দরদের সই করা একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদমর্যাদার কর্মীদের এই নির্দেশিকা মানতে হবে। ডিউটিতে থাকাকালীন কানের দুল, নেকলেস, নাকের-সহ কোনও ধরণের গয়না পরতে পারবেন না।

এমন নির্দেশিকার কারণ হিসাবে জানানো হয়েছে, বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অনডিউটি থাকার সময় একাধিক পুলিশকর্মীদের রিলস বানাতে দেখা গিয়েছে। এই ঘটনা পুলিশের শৃঙ্খলা নষ্ট করছে। সেই ঘটনায় লাগাম লাগাতেই এমন সিদ্ধান্ত। যে পুলিশকর্মীরা এই নির্দেশ মানবেন না তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়টি নিয়ে এডিজি জানান, উর্দি পরা অবস্থায় বন্দুক নিয়ে রিলস বানানো, ব্লুটুথ ব্যবহার করে ফোন করা, গান শোনা যাবে না। এই ধরণের অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, গত কয়েকদিনে এই ধরণের ঘটনার জন্য ১০ জন মহিলা পুলিশকর্মীদের বরখাস্ত করা হয়েছে। এদিকে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের জন্য এমন নির্দেশিকা জারি করা হয়েছে এমন নয়। পুরুষ পুলিশ আধিকারিকদের ডিউটিতে থাকার সময় সঠিকভাবে পোশাক পরতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement