Advertisement
Advertisement

Breaking News

Bihar SIR

বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে আবেদন পৌনে দু’লক্ষের, SIR নিয়ে নয়া তথ্য হাতিয়ার নির্বাচন কমিশনের

সিপিআইএম লিবারেশন ছাড়া আর কোনও দলই বৈধ ভোটারদের হয়ে আবেদন করেনি।

Bihar SIR: 1.78 lakh voters applied after their names went missing from Voter list
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2025 12:12 pm
  • Updated:August 28, 2025 12:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের দাবি ছিল, বিহারের এসআইআরে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এ পর্যন্ত বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের মধ্যে নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে আবেদন করেছেন মোটে পৌনে দু’লক্ষ নাগরিক। এর মধ্যে অধিকাংশ আবেদনই ব্যক্তিগত। অর্থাৎ ভোটাররা নিজেরা আবেদন করেছেন। রাজনৈতিক দলগুলির তরফে আবেদন জমা পড়েছে মাত্র ৫৩টি।

Advertisement

সভা সমিতি থেকে প্রতিবাদ করছে রাজনৈতিক দলগুলি। ভোটার তালিকা থেকে বৈধ ভোটার বাদ পড়া নিয়ে রীতিমতো হইচই হচ্ছে ভারতীয় রাজনীতিতে। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, যে ৬৫ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করা হচ্ছে, তাঁদের বৈধতা প্রমাণের চেষ্টাই করছে না রাজনৈতিক দলগুলি। বুধবার পর্যন্ত খসড়া তালিকায় নাম বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন মাত্র ১ লক্ষ ৭৮ হাজার ৯৪৮ জন। রাজনৈতিক দলগুলির অবস্থা আরও সঙ্গিন। রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিআইএম লিবারেশন ছাড়া আর কোনও দল কোনও আবেদনই জমা করেনি। লিবারেশন জমা দিয়েছে মাত্র ৫৩টি আবেদন।

SIR-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেসময় বিরোধী দলগুলি অভিযোগ করে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কমিশন এবার সেটাকেই হাতিয়ার করতে চলেছে।

কমিশনের প্রশ্ন, প্রকৃত ভোটারের নাম যদি বাদই গিয়ে থাকে, তাহলে তাঁরা ফের নাম তোলার জন্য আবেদন করছেন না কেন? বিহারে ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছে। কমিশনের হিসেব, এর মধ্যে ২২ লক্ষ মৃত। ৩৬ লক্ষ স্থানাস্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি। ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। তবে বিরোধীদের যুক্তি, অনেক বৈধ ভোটারই রয়েছেন যাঁদের কাছে হয়তো কমিশনের চাওয়া নথি নেই। বা অনেক ভোটারের কাছে পৌঁছনো যাচ্ছে না। তাছাড়া পৌনে দুলক্ষ আবেদনই কমিশনের ব্যর্থতার প্রমাণ বলেই দাবি বিরোধী শিবিরের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ