Advertisement
Advertisement
Bihar SIR

বিহারের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প! নিবিড় সংশোধনে হাস্যকর আবেদন, সরব তৃণমূল

ভগবান রাম ও সীতা মাতার নামেও আবেদন জমা পড়েছে আধিকারিকদের কাছে। 

Bihar SIR: fake residential certificate application in Donald Trump's name
Published by: Subhajit Mandal
  • Posted:August 6, 2025 8:28 pm
  • Updated:August 6, 2025 8:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুর, কাকের পর এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বিহারের ভোটার তালিকায় নাম তোলার লক্ষ্যে আবাসিক সার্টিফিকেটের জন্য আবেদন করলেন ডোনাল্ড ট্রাম্প! অন্তত বিহারের সমস্তিপুরের আধিকারিকদের কাছে ট্রাম্পের নামেই একটি আবেদন জমা পড়েছে।

Advertisement

গত ২৯ জুলাই ওই আবেদনপত্র জমা পড়েছে। ওই আবেদন পত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি দেওয়া রয়েছে। তাতে তাঁর বাবা-মায়ের নামও আসল নামের সঙ্গে মিলিয়ে লেখা হয়েছে ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প এবং মেরি আনে ম্যাকলিওড। সব তথ্যই ট্রাম্পের মতো। শুধু তাঁর ঠিকানা বিহারের সমস্তিপুরের। যদিও আধিকারিকরা ওই আবেদন প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সমস্তিপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলাও করা হয়েছে। জেলাশাসকের তরফে দাবি করা হচ্ছে, “ইচ্ছাকৃতভাবে পুরো প্রক্রিয়াকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের আবেদন করা হয়েছে।”

যদিও ‘ট্রাম্পে’র এই আবেদন নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী শিবির। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলছেন, নির্বাচন কমিশন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন করে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তার মধ্যে প্রতিদিন এক একটি উদ্ভট উদাহরণ উঠে আসছে বিহার থেকে। এরপরেও এই এসআইআর প্রক্রিয়াকে কমিশন ইন্টেনসিভ (নিবিড়) ও নির্ভুল বলে দাবি করছে।

সমস্তিপুর জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদন উল্লেখ করে মহুয়ার কটাক্ষ, সমস্তিপুর থেকে অনলাইনে এসআইআর-এ (SIR) আবেদন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নামে। যেখানে ছবিও ব্যবহার করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির। এতো হল একটা দুটো উদাহরণমাত্র। এছাড়া কাক, ভগবান রাম ও সীতা মাতার নামেও আবেদন জমা পড়েছে।  এভাবেই নিবিড় ভোটার তালিকা সংশোধনী চালাচ্ছেন নির্বাচন কমিশন। এই সার্কাস চলেই চলেছে নিজের গতিতে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ