সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড়। নিবিড় সংশোধনের পর বিহারের চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম। SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিলেন ৭.৮৯ কোটি। প্রক্রিয়া শেষে ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি।
উল্লেখ্য, গত জুন মাসে বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়। আগস্টের শুরুতে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। ওই খসড়া তালিকায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পর খসড়া তালিকায় না থাকা আরও ২১ লক্ষ ৫৩ হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযোজন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও ৩ লক্ষ ৬৬ ভোটার। সব মিলিয়ে গোটা SIR প্রক্রিয়ায় নাম বাদ গেল ৪৭ লক্ষ ভোটারের। কমিশনের দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ ভোটার।
SIR-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যায়। সেসময় বিরোধী দলগুলি অভিযোগ করে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। এখন দেখা যাচ্ছে, চূড়ান্ত তালিকায় বাদ পড়াদের তালিকাটা খানিকটা কমেছে। যার অর্থ কমিশন প্রাথমিকভাবে যে তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা যে ত্রুটিপূর্ণ ছিল, সেটা একপ্রকার মেনে নিল কমিশন নিজেই।
প্রশ্ন হল, যে ৪৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লেন তাঁরা কারা? কমিশনের দাবি, যাদের নাম বাদ গিয়েছে তারা কেউ বৈধ ভোটার নয়। তারা হয় মৃত, নয় অন্য এলাকায় চলে গিয়েছেন, নয়তো তাদের ঠিকানা পাওয়া যায়নি। আবারও যে এই তালিকা নিয়ে বিরোধী শিবির গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুলতে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.