সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা ১০০ নম্বরে। পড়ুয়া পেয়েছেন ২৫৭ নম্বর। জনপ্রিয় এক পেনসিলের বিজ্ঞাপন মনে আছে? সেখানে দেখানো হয়েছিল পেনসিলে লেখার ফলে হাতের লেখা ভালো হওয়ায় ১০০-র মধ্যে ১০৫ পেয়েছে পড়ুয়া। বাস্তবে বিহারের পড়ুয়া ওই পেনসিল বা সেই সংস্থার কলম ব্যবহার করেছিলেন কি না, জানা নেই। কিন্তু তিনি পেয়েছেন অতিরিক্ত ১৫৭ নম্বর।
ঘটনাটি বিহারের মুজফ্ফরপুরের বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিস্টারের ফল প্রকাশ হয়। হাতে মার্কশিট পাওয়ার পর চক্ষুচড়ক গাছ পড়ুয়ার! তিনি ১০০ মধ্যে পেয়েছেন ২৫৭। ঘটনা সামনে আসতে হইচই শুরু হয়েছে বিহারজুড়ে। শুধু একজন পড়ুয়া নন, অনেকের সঙ্গেই এই ভূতুড়ে কাণ্ড ঘটেছে। ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় অন্য এক পড়ুয়া পেয়েছেন ২২৫ নম্বর। তাতেই শোরগোল। পড়ুয়ারা নম্বর বিভ্রাটে একদম খুশী নন। বিশ্ববিদ্যালয়ের এই ভুলে তাঁদের কেরিয়ারে ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন।
এই প্রথম নয় বিহারের এই বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এই রকম গন্ডগোল হয় বলে জানিয়েছেন পড়ুয়ারা। অভিযোগ, প্রতিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ছোট ভুল’ বলে বারবার বিষয়টিকে এড়িয়ে গিয়েছে। ফের আরও একবার এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আধিকারিক জানিয়েছেন, “এই সমস্যা টেকনিক্যাল বা মানুষের ভুল হতে পারে।” তিনি আশ্বাস দিয়েছেন আগামী দুই দিনের মধ্যে সমস্ত মার্কশিট ঠিক করে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.