Advertisement
Advertisement

‘কালোজাদু করত’, সন্দেহে এক পরিবারের ৫ জনকে পিটিয়ে-পুড়িয়ে খুন বিহারে

গ্রামের কয়েক জন অসুস্থ হলে অভিযুক্ত করা হয় পরিবারটিকে।

Bihar villagers kill and burn 5 of family over suspected witchcraft
Published by: Kishore Ghosh
  • Posted:July 7, 2025 9:20 pm
  • Updated:July 7, 2025 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মহাকাশে মানুষ পাঠিয়েছে ভারত। বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেই ভারতেই চলছে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা, কালোজাদু, অন্ধবিশ্বাসের চর্চা। কালোজাদুর চর্চা করে সন্দেহে বিহারে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে মারার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃতদের কালোজাদুর ফলেই সম্প্রতি গ্রামের অনেকে অসুস্থ হয়েছেন, মৃত্যুও হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার, ৬ জুলাই নক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ণিয়ার টেটগামা গ্রামে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাবুলাল ওরাওঁ, সীতা দেবী, মনজিৎ ওরাওঁ, রানিয়া দেবী এবং তপ্তো মোসমাতকে। দিন তিনেক আগে রামদেব ওরাওঁ নামে এক গ্রামবাসীর ছেলের মৃত্যু হয়েছিল। একই পরিবারের আরও একটি শিশুও অসুস্থ হয়ে পড়ে। এর পরেই ক্ষেপে যায় গ্রামবাসীরা। বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে এবং পুড়িয়ে মারা হয় একই পরিবারের পাঁচজনকে।

পুলিশ জানিয়েছে, ওই পরিবারের শিশুটিই কেবল জনতার রোষ থেকে বাঁচে। সে-ই পুলিশকে জানিয়েছে, গ্রামবাসীরা কীভাবে ভয়ংকর হত্যাকাণ্ড চালিয়েছে। চোখের সামনে পরিবারের সকলকে খুন হতে দেখা শিশুটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ফলে ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি সে।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনার পরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্রামটি। নকুল কুমার নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিই গ্রামবাসীদের আক্রান্ত পরিবারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। নেপথ্যে কী স্বার্থসংঘাত ছিল? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement