সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হুজুর, আমরা বেঁচে আছি’। এবার এমনই আর্তি শোনা গেল বিহারের পাঁচ ‘মৃত’ ভোটারের মুখে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। কিন্তু, ভোটার তালিকা নিয়ে এখনও জট কাটছে না বিহারে। এবার, ‘মৃত’ ভোটার জেগে উঠেছে বস্তার গ্রামে।
জানা গিয়েছে, এসআইআর-এর পরে নতুন ভোটার তালিকা বেরিয়েছে। এবার পাঁচ ‘জীবিত’ ভোটার দেখলেন সেই নতুন তালিকা অনুযায়ী তাঁরা ‘মৃত’। সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে, শুক্রবার ধোরাইয়া ব্লকের বস্তার গ্রামের ওই পাঁচ ভোটার দেখা করেন বিডিও অরবিন্দ কুমারের সঙ্গে।
যে পাঁচ জনের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে তাঁরা হলেন, মোহন শাহ, সঞ্জয় যাদব, রামরূপ যাদব, নরেন্দ্র কুমার দাস, এবং বিষ্ণবর প্রসাদ।
বিডিও, ওই পাঁচজনকেই আস্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, কোনও বৈধ ভোটার ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবেন না। তিনি বিএলও-দের নির্দেশ দিয়েছেন ছয় নম্বর ফর্ম জমা করে ওই পাঁচজনের নাম যেন ফের ভোটার তালিকায় যুক্ত করা হয়।
এর আগে চম্পারনের বাগাহি পঞ্চায়েতে এমনই ঘটনা ঘটে। দুমরি গ্রামের ১৫ জনের নাম বাদ যায় ভোটার তালিকা থেকে। সকলকেই মৃত হিসেবে দেখানো হয়। অন্যদিকে, বহু মৃত ভোটারকেই জীবিত হিসেবে ভোটার তালিকায় রেখে দেওয়া হয়।
প্রসঙ্গত, এসআইআর শুরু সময়ে বিহারের ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৮৯ লক্ষ বাসিন্দার। প্রক্রিয়ার শেষে প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ যায় তালিকা থেকে। সর্বশেষ তালিকা অনুযায়ী বিহারে ভোটার রয়েছেন ৭ কোটি ৪১ লক্ষ ভোটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.