সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় পাঞ্জাবের মন্ত্রী! এমনই এক ছবি প্রকাশ্যে এনে আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী রভজোৎ সিংয়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া। ওই ছবিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল পাঞ্জাবের রাজনীতি। মাজিথিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন রভজোৎ। তাঁর দাবি, এআই ছবি ব্যবহার করে কুৎসা ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় ওই ছবি শেয়ার করে মাজিথিয়া লিখেছেন, ‘সরকারের আর এক মন্ত্রীর কুকীর্তি প্রকাশ্যে। রাজ্যের মা-বোনেদের সম্মান নিয়ে খেলা করছেন এই লম্পট মন্ত্রী। পাঞ্জাব সরকার, অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের যদি একটুও লজ্জা থাকে তবে অবিলম্বে ওই মন্ত্রীকে বরখাস্ত করা হোক। এবং দল থেকে বহিষ্কার করা হোক। ইনি মানবতার নামে কলঙ্ক। লজ্জা।’ সোশাল মিডিয়ায় তিনি আরও লেখেন, এই সংক্রান্ত আরও একটি ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে।
এদিকে আগামী ১৯ জুন পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনে রয়েছে উপনির্বাচন। তার আগে এই ছবি রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর পালটা সোশাল মিডিয়ায় সাফাই দিয়েছেন রভজোৎ। তিনি লেখেন, ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিছু ব্যক্তি আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ছবিকে বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়াচ্ছেন। উপনির্বাচনের মাত্র ২ দিন আগে এভাবে সম্মানহানির খেলা শুরু করেছে বিরোধী শিবির। আসলে পরাজয়ের ভয়ে সম্মানহানির ঘৃণ্য খেলা শুরু হয়েছে। তবে এর বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব। এফআইআর দায়েরের পাশাপাশি মানহানির মামলা করব।’
রভজোৎ আরও লেখেন, ‘আমি যেহেতু দলিত পরিবার থেকে এসেছি এবং এদের দুর্নীতি ও গুণ্ডামির রাজনীতিকে পরাস্ত করে নির্বাচিত হয়েছি তাই আমার প্রতি ওদের এত রাগ। আমার সম্মানহানির পাশাপাশি একজন মহিলারও সম্মানহানি করা হয়েছে এই ঘটনার মাধ্যমে। জনগণের উদ্দেশে আমার বার্তা আম আদমি পার্টির উপর ভরসা রাখুন। এবং এই সব নেতাদের নোংরামি থেকে সাবধান থাকুন। আমরা সততার ও জনসেবার মাধ্যমে রাজনীতি করি। ভবিষ্যতেও সেটাই করে যাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.