বুদ্ধদেব সেনগুপ্ত: বঙ্গ বিধানসভা ভোটের দামামা বাজতে আর মোটে ৭-৮ মাস। পুজোর পরই মোটামুটি জোরকদমে প্রচার শুরু করের দেবে রাজনৈতিক দলগুলি। তার আগে অগোছালো এবং গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপিকে একসূত্রে বাঁধতে অমিত শাহর ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রীকে পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির পর্যবেক্ষক হলেন রাজস্থানের নেতা তথা কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভুপেন্দ্র যাদব। ভুপেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ। বিজেপিতে আগে বহু পদ সামলেছেন। একাধিক রাজ্যের পর্যবেক্ষক হিসাবেও সাফল্য পেয়েছেন। ভুপেন্দ্রর পাশাপাশি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সহ-পর্যবেক্ষক করা হয়েছে। বিপ্লববাবু বাংলাভাষী। বাংলার রাজনীতি বোঝেন। অতীতে হরিয়ানার পর্যবেক্ষক হিসাবে সাফল্য পেয়েছেন। বাংলায় দলকে সঠিক দিশা দেখানোর জন্য এই দুই নেতার উপরই আস্থা রাখছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।
সদ্যই সভাপতি বদলেছে বঙ্গ বিজেপির। শমীক ভট্টাচার্য সভাপতি হয়ে দলের ভাবমূর্তি শোধরানোর চেষ্টা করছেন। অতি হিন্দুত্ব এবং অতি হিন্দিত্ব ছেড়ে তিনি খানিক নরমপন্থী এবং বাঙালির দল হিসাবে বিজেপিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হল, বঙ্গ বিজেপির চিরাচারিত গোষ্ঠীকোন্দলের রোগ শমীকবাবুও সারাতে পারেননি। দলে এখনও পুরনোদের যোগ্য সম্মান দিয়ে ফেরাতে পারেননি। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব জানে দলকে ঐক্যবদ্ধ করতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূর, তাঁকে চ্যালেঞ্জও করা যাবে না। তাছাড়া তৃণমূল যেখানে বাঙালি অস্মিতা, কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুতে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে, সেখানে বিজেপি এখনও দিশেহারা। মাঠে ময়দানে সেভাবে দেখা নেই গেরুয়া কর্মীদের। তাই দলের গোষ্ঠীকোন্দল মিটিয়ে সবস্তরের কর্মীকে পথে নামানো বিজেপির চ্যালেঞ্জ।
আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় শাহ-ঘনিষ্ঠ ভুপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের উপর আস্থা রাখল বিজেপি। রণকৌশল নির্ধারক হিসাবে ভুপেন্দ্রর খ্যাতি রয়েছে। এখন দেখার বঙ্গ বিজেপিকে তিনি সুপথে ফেরাতে পারেন কিনা। যদিও বিজেপির এই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। রাজ্যের শাসকদলের বক্তব্য, “বিজেপি নিজেই বিপ্লব দেবকে ত্রিপুরাতে ব্যর্থ হলে মনে করছে। সেকারণেই তাঁকে মুখ্যমন্ত্রিত্ব থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁকেই আবার বাংলার পর্যবেক্ষক করা হল। এটা বিজেপিরই সাংগঠনিক ব্যর্থতা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.