Advertisement
Advertisement
Rahul Gandhi

রাহুল গান্ধী ট্রাম্পের এজেন্ট! ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে মোদিকে বিঁধতেই তোপ বিজেপির

'ট্রাম্পের নির্দেশেই যুদ্ধ থামিয়েছেন মোদি', বলেছিলেন রাহুল।

BJP calls Rahul Gandhi an agent of US President
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2025 11:58 pm
  • Updated:August 28, 2025 12:04 am   

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এবার রাহুল গান্ধীকে আমেরিকার ‘এজেন্ট’ বলে কটাক্ষ বিজেপির! বুধবার বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে লোকসভার বিরোধী দলনেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নির্দেশেই’ ৫ ঘণ্টায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্তব্যকে হাতিয়ার করেই রাহুলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ফের দাবি করেছেন, তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে তিনিই সংঘর্ষবিরতি করিয়েছেন। ট্রাম্পের দাবি, দুই দেশকেই তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি দুই দেশকেই জানিয়ে দেন, যুদ্ধ না থামলে এত শুল্ক আমেরিকা চাপাবে যে সেটা অসহনীয় হয়ে যাবে। ট্রাম্পের সেই মন্তব্য হাতিয়ার করেই মোদিকে তোপ দেগেছেন রাহুল। তাঁর কথায়, ট্রাম্প মোদিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা পর্যন্তও অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী। মাত্র ৫ ঘণ্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন।

এই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। লোকসভার বিরোধী দলনেতাকে ‘মার্কিন এজেন্ট’ বলে তোপ দেগে বিজেপি নেতা গৌরভ ভাটিয়ার দাবি, “দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস না করে বিদেশি রাষ্ট্রনেতার কথায় আমল দিয়ে আদতে রাহুল গান্ধী দেশের বিরোধিতাই করছেন। মার্কিন প্রেসিডেন্টের এজেন্টের কাজ করছেন। বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন। এর জন্য পদক্ষেপ করা উচিত সরকারের।”

উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। কিন্তু নিজের দাবিতে অনড় ট্রাম্প। এই বিষয়টিকেই বারবার হাতিয়ার করেছে বিরোধীরা। কেন বারবার মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট, সেই নিয়ে অবশ্য কেন্দ্র সেভাবে কিছু বলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ