Advertisement
Advertisement
Mallikarjun Kharge

প্রিয়াঙ্কার মনোনয়নে জেলাশাসকের ঘরে গান্ধী পরিবার, দরজায় দলিত খাড়গে! তোপ বিজেপির

খাড়গের অসম্মানে 'সোচ্চার' অমিত মালব্য, হিমন্ত বিশ্ব শর্মা।

BJP Claims that Mallikarjun Kharge 'Kept Out' During Priyanka Gandhi's Nomination
Published by: Kishore Ghosh
  • Posted:October 24, 2024 3:37 pm
  • Updated:October 24, 2024 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ছেড়ে আসা আসন ওয়ানাড়ে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এবার সেই মনোনয়ন পর্ব নিয়ে দানা বাঁধল বিতর্ক। বৃহস্পতিবার বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, প্রিয়াঙ্কার মনোনয়নের সময় অপমান করা হয়েছে খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। দলিত নেতাকে ইচ্ছাকৃত ভাবে অসম্মান করা হয়েছে। স্বভাবতই এমন অভিযোগে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। ঠিক কী ঘটেছে?

Advertisement

অভিযোগের সমর্থনে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অমিত মালব্য। যেখানে দেখা গিয়েছে, ওয়েনাড়ের জেলাশাসকের দপ্তরে প্রিয়ঙ্কা মনোনয়ন জমা দিচ্ছেন। সঙ্গে রয়েছেন মা সনিয়া গান্ধী, দাদা রাহুল। একই সময় জেলাশাসকের ঘরের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে খাড়গে। এভাবে কংগ্রেস সভাপতিকে অপমান করা হয়েছে বলে দাবি বিজেপির আই টি সেলের প্রধান অমিতের। আসরে নেমেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তাঁর দাবি, দলিত নেতা বলেই খাড়গেকে অসম্মান করা হয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, “কংগ্রেসে একটি পরিবারই সব। তাদের জন্য দলের সর্বভারতীয় বা প্রদেশ সভাপতিকেও অসম্মানিত হতে হয়।” যে দলিতদের হয়ে নির্বাচনী প্রচারে কথা বলে কংগ্রেস।

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপির অভিযোগ, ‘অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।’ কংগ্রেসের তরফে আরও জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধির কারণেই একবারে সঙ্গী সকলকে নিয়ে জেলাশাসকের ঘরে ঢুকতে পারেননি প্রিয়াঙ্কা। সেই কারণেই খাড়গেকে বাইরে অপেক্ষা করতে হয়েছিল। সোশাল মিডিয়ার প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতেও দেখা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার কিছু পড়ে রাহুল, সোনিয়ার সঙ্গে খাড়গেও হাসি মুখে বসে ওয়ানাড়ের কংগ্রেসর প্রার্থীর পাশে, জেলাশাসকের দপ্তরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement