সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে মসনদ নিয়ে চলা টানাপোড়েনের অন্তে মঙ্গলবার, বিজেপিকে সরকার গড়ার আহ্বান জানালেন রাজ্যপাল নাজমা হেপতুল্লা৷ জানা গিয়েছে, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন বীরেন সিং৷ গত ১৫ বছর ধরে মণিপুরে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এবারও ৬০ টি-র মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছে তাঁরা। সেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপি পেয়েছে ২১টি আসন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের সরকার গড়তে চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করার আগেই বিজেপি ঘোষণা করে দেয়, তাদের সঙ্গে ৩২ জন বিধায়কের সমর্থন আছে।
BJP led group has been invited tomorrow to form the Government. Ceremony at 1 pm: Najma Heptulla,Manipur Governor
Advertisement— ANI (@ANI_news)
ঘটনায় নাটকীয় মোড় এনে, নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্র যোগ দিয়েছেন বিজেপি-তে। এর ফলে মণিপুরে সরকার গড়তে আর কোনও অসুবিধা রইল না বিজেপি-র। তৃণমূলের বিধায়কের পাশাপাশি শ্যামকুমার নামে এক কংগ্রেস বিধায়কেরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। তৃণমূল কংগ্রেস ছাড়াও বিজেপিকে সমর্থন জানিয়েছে এনপিপি (৪), এপিএফ (৪) এবং এলজেপি (১)। এছাড়া নির্দল প্রার্থী আসাবউদ্দিনও বিজেপিকে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.