সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে কুমন্তব্যকারী রমেশ বিধুরি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ! সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করল আপ। সোমবার সাংবাদিক বৈঠক করে আপ সাংসদ সঞ্জয় সিং জানালেন, ‘প্রাক্তন সাংসদ তথা কালকাজি কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশকে দিল্লির মুখ্যমন্ত্রী মুখ করতে চলেছে আপ। এখন দিল্লিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কেজরিওয়ালকে চান নাকি রমেশ বিধুরিকে।’
গত রবিবার পর পর কুমন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন বিজেপি প্রার্থী রমেশ। প্রচারে গিয়ে ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। এর ঠিক পর রোহিণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানায় নেন তিনি। বলেন, “অতিশী মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র।” এখানেই থামেননি বিধুরি সভামঞ্চে চিৎকার করে অতিশীর বাবা-মাকেও নিশানায় নেন তিনি। বলেন, “এই মারলেনার বাবা ও মা সাংসদ হামলায় মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।”
বিজেপি প্রার্থীর পর পর এমন মন্তব্যে বিতর্ক চরম আকার নেয়। তাঁর বিরুদ্ধে সরব হন খোদ আপ প্রধান কেজরিওয়ালও। সেই প্রসঙ্গ তুলেই এদিন সঞ্জয় বলেন, “বিজেপি যেভাবে বিধুরির সমর্থনে মাঠে নেমেছে তাতে স্পষ্ট যে দিল্লিতে ওঁকেই মুখ্যমন্ত্রী মুখ করতে চলেছে গেরুয়া শিবির।” একইসঙ্গে বলেন, “বিজেপির ওই প্রার্থী যে ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তার কোনও উদাহরণ কোথাও দেখতে পাবেন না। একজন রাজনৈতিক নেতা এত ঘৃণ্য ভাষায় একজন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন। এর সঙ্গেই তিনি যোগ করেন, আসলে বিজেপি রমেশ বিধুরির মতোই নেতাদের চায় রাজনীতিতে। এবার দিল্লির মানুষ ঠিক করুন তাঁরা কেমন নেতা চান। কারণ বিজেপি রমেশ বিধুরিকে মুখ্যমন্ত্রী মুখ করতে চলেছে দিল্লিতে।”
শুধু তাই নয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসকেও কড়া সুরে আক্রমণ শানান সঞ্জয় সিং। তিনি বলেন, “শুধু অতিশী নন, বিধুরি প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও অশ্লীল মন্তব্য করেছেন। কংগ্রেস নির্বাচনে আমাদের বিরুদ্ধে লড়তে পারেন, তবে বিষয় যখন মহিলাদের সম্মানের হয়ে ওঠে সেখানে কেজরিওয়াল ও আপের সব নেতা দল না দেখে তার প্রতিবাদ করে। গতকাল প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে কুমন্তব্যের প্রতিবাদ করেছিলাম আমরা। আপের সব নেতা এই বিষয়ে তাঁদের বিবৃতি দিয়েছেন। কিন্তু কংগ্রেসের অজয় মাকন ও সন্দীপ দীক্ষিতের মতো নেতৃত্বরা একটি শব্দও খরচ করলেন না। মানলাম অতিশিকে অপমানের বিরুদ্ধে আপনারা মুখ খুলবেন না তবে নিজের দলের নেত্রী প্রিয়াঙ্কার হয়ে অন্তত মুখ খুলুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.