Advertisement
Advertisement
Kailash Vijayvargiya

মেয়েদের ‘কম পোশাক’ নিয়ে বিতর্কিত মন্তব্য কৈলাসের, ‘কবে শাস্তি দেবেন?’, মোদিকে তোপ তৃণমূলের

এর আগেও একাধিকবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কৈলাস।

BJP minister Kailash Vijayvargiya sparks row, disapproves of women wearing short dresses
Published by: Subhajit Mandal
  • Posted:June 6, 2025 11:04 am
  • Updated:June 6, 2025 11:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৈলাস বিজয়বর্গীয় আর বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। মাঝে মাঝেই বেফাঁস বয়ান দেওয়ার জন্য রীতিমতো ‘সুনাম’ অর্জন করে ফেলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। ফের মহিলাদের ‘পোশাক’ নিয়ে ‘কুকথা’ শোনা গেল তাঁর মুখে। কৈলাস বললেন, ‘মেয়েরা দেবীর মতো, কম পোশাক পরা তাদের শোভা পায় না।’ ‘লিঙ্গবৈষম্যমূলক’ ওই মন্তব্য নিয়ে বিজেপি নেতাকে তুলোধোনা করছেন বিরোধীরা।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আজকাল দেখি কম কথা বলে নেতাদের মানুষ পছন্দ করেন। ইউরোপের দেশগুলিতে বলা হয়, কম পোশাক পরা মেয়েরা যেমন দেখতে সুন্দর হয়, তেমনই কম কথা বলা নেতারা ভালো। কিন্তু আমি সেটা মানি না। আমার মনে হয়, কম পোশাক পরা মেয়েরা দেখতে সুন্দর হয় না। মেয়েরা দেবীর মতো, তাই পুরো পোশাক পরা উচিত।” এখানেই থামেননি বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি বলে গিয়েছেন, “আমার কাছে অনেক মেয়েরা সেলফি তুলতে আসে, ছোট পোশাক পরা। আমি তাঁদের ফিরিয়ে দিই। বলি, ভালো পোশাক পরে এসো। আমার মনে হয়, যে মেয়েরা ভালো পোশাক পরে, ভালো গয়না পরে, পুরো পোশাক পরে তারাই সুন্দর।”

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কৈলাস। এর আগে ‘নোংরা’ পোশাক পরা মহিলাদের ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই আজকাল দেখি নোংরা পোশাক পরতে। নোংরা পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা।” অথচ লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলা বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপই এখনও করেনি বিজেপি। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধী শিবির।

তৃণমূল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে প্রশ্ন তুলছে, কৈলাসের এই মতামতকে কি তিনি সমর্থন করেন? না করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কেন করা হচ্ছে না? আর কবে শাস্তি দেওয়া হবে বর্ষীয়ান বিজেপি নেতাকে? রাজ্যের শাসকদলের বক্তব্য, কৈলাসের মানসিকতা পুরুষতান্ত্রিক, লিঙ্গবিদ্বেষী। একই সুরে বিজেপি নেতাকে বিঁধেছে কংগ্রেসও। দলের মুখপাত্র পবন খেরার বক্তব্য, “মেয়েদের সম্পর্কে কথা বলার মতো ন্যূনতম শিক্ষা নেই বিজেপির এই নেতাদের।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ