Advertisement
Advertisement
BJP

‘ডিগ্রিতে লাভ নেই, দোকান খোলো’, প্রধানমন্ত্রীর নামাঙ্কিত কলেজের উদ্বোধনে পড়ুয়াদের ‘নিদান’ BJP বিধায়কের

বাইকের চাকা সারানোর দোকান খুললে অন্তত কিছু আয় হবে, মত বিজেপি নেতার।

BJP MLA says Degree is not useful instead open puncture shop

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 15, 2024 7:21 pm
  • Updated:July 15, 2024 7:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজের ডিগ্রি থেকে কোনও লাভ নেই। বরং জীবিকা নির্বাহের জন্য বাইক সারানোর দোকান খুলে ফেলা ভালো। একটি কলেজ উদ্বোধন করতে গিয়ে পড়ুয়াদের উদ্দেশে এই বার্তা দিলেন বিজেপি বিধায়ক। তাঁর মতে, কলেজে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেও আসলে তাতে লাভ হবে না।

Advertisement

রবিবার প্রধানমন্ত্রীর নামাঙ্কিত কলেজ উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনার বিধায়ক তিনি। তাঁর এলাকাতেই তৈরি হয়েছে প্রাইম মিনিস্টার কলেজ অফ এক্সেলেন্স। সেই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে দিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি জনপ্রতিনিধি। সাফ বলেন, “আমি চাই একটা কথা সকলে মনে গেঁথে রাখুক। কলেজের ডিগ্রি নিয়ে কোনও লাভ হবে না। তার থেকে বরং একটা বাইকের চাকা সারানোর দোকান খুলে ফেলুন। তাতে অন্তত কিছু উপার্জন করতে পারবেন।”

[আরও পড়ুন: এবার ভোজশালায় মিলল দেব-দেবীর মূর্তি! ASI-এর রিপোর্ট জমা হতেই শোরগোল

এখানেই শেষ নয়, দেশের সাম্প্রতিক শিক্ষাপদ্ধতিকেও কাঠগড়ায় তুলেছেন বিজেপি (BJP) বিধায়ক। তাঁর মতে, হাওয়া ভরে ডিগ্রি দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। প্রকৃত শিক্ষা দেওয়া হয় না। তাঁর কথায়, “নালন্দা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার পড়ুয়া, ১২ হাজার শিক্ষক ছিলেন। তা সত্ত্বেও গোটা বিশ্ববিদ্যালয় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পড়ুয়ারা কেবল বসে বসে ভাবছিল, কিভাবে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা যায়।”

উল্লেখ্য, রবিবার মধ্যপ্রদেশজুড়ে মোট ৫৫টি কলেজ ভারচুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরে আলাদা আলাদা করে অনুষ্ঠান করে উদ্বোধন করা হয় প্রত্যেকটি কলেজের। সেখানেই এমন বিতর্কিত মন্তব্য করেন পদ্মশিবিরের নেতা।

[আরও পড়ুন: অসমে CAA-তে আবেদনকারী মাত্র ৮ জন, পরিসংখ্যান দিয়ে নির্বাসনের হুঁশিয়ারি হিমন্তের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ