ফাইল ছবি।
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সংসদীয় দলের প্রতিনিধিদের মধ্যে এক তরুণ বিজেপি সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। বুধবার প্রিয়াঙ্ক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এক তরণ বিজেপি সাংসদ বিদেশ মন্ত্রকের নির্দেশ অমান্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে উদ্যোগী হন। তাঁর এই আচরণ দেশের অখন্ডতা ও সার্বভৌমত্বকে আঘাত করে।’ বিদেশমন্ত্রক তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানতে চান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র।
অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বের কাছে এর প্রয়োজনীয়তা বোঝাতে সাতটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রে যায় শশী থারুরের নেতৃত্বে একটি সংসদীয় দল। সেই দলে ছিলেন এলজেপির শাম্ভবী চৌধুরী, জেএমএমের সরফরাজ আহমেদ, টিডিপির হরিশ বালযোগী, বিজেপির তিন সাংসদ শশাঙ্কমণি ত্রিপাঠী, তেজস্বী সূর্য এবং ভুবনেশ্বর কলিতা। শিব সেনার মিলিন্দ দেওরা এবং মল্লিকার্জুন দেওরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুও প্রতিনিধিদলে ছিলেন।
এই দলের এক বিজেপি সাংসদ আমেরিকায় সফর চলাকালীন ট্রাম্পের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেন। মার্কিন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাদের সঙ্গে কথাও বলেন। কিন্তু সংসদীয় দলের সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনও কর্মসূচি ছিল না। তারপরেও ওই সাংসদ বৈঠক করতে চাইলেন কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্ক খাড়গে। যদিও কর্নাটকের মন্ত্রী কোনও বিজেপি সাংসদের নাম করেননি। তবুও বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে তিনি নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রিয়াঙ্কের অভিযোগ, ওই সাংসদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পূর্বপরিচয় ছিল। এরপর তিনি নিজেই ট্রাম্পের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন এবং আমেরিকা-ভিত্তিক এক পুরনো বন্ধুর মাধ্যমে বৈঠকের ব্যবস্থা করেন। গোটা ঘটনাটি ভারতের প্রাতিষ্ঠানিক অখণ্ডতা এবং কূটনৈতিক অবস্থানের প্রতি গুরুতর অপমান বলে দাবি করেন প্রিয়াঙ্ক খাড়গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.