Advertisement
Advertisement
Uttar Pradesh

স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি, প্রতিবাদে জুটল মার! যোগীরাজ্যে নিগৃহীত বিজেপি সাংসদের বোন

ভিডিও ছড়িয়ে পড়তেই বিএনএস ধারায় মামলায় দায়ের করেছে যোগীর পুলিশ।

BJP MP's sister faces harassment in Uttar Pradesh, video goes viral
Published by: Kousik Sinha
  • Posted:September 8, 2025 4:33 pm
  • Updated:September 8, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদের বোনকে হেনস্থা। গোপনে স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগ। প্রতিবাদ করতেই জুটল মার। সেই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য। উত্তর প্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতের বোন রীনা রাজপুতকে হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে এতা জেলার রানি অবন্তীবাই নগর। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে যোগীরাজ্যের পুলিশ। নির্যাতিতা মহিলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত শ্বশুর রীতিমতো লাঠিপেটা করছেন তাঁকে। ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

পুলিশের কাছে লিখিত অভিযোগে সাংসদের বোন রীনা জানিয়েছেন, দিনের পর দিন ধরে গার্হস্থ্য হিংসার শিকার তিনি। এমনকী তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার তোড়জোড়ও শুরু করেছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতিতার অভিযোগ, তাঁর শ্বশুর এবং দেওর গোপনে স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। প্রতিবাদ জানাতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে শ্বশুরবাড়ির বাকি সদস্যরা। পালানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। উলটে জুটেছে মার।

মহিলার আরও দাবি, পালানোর চেষ্টা করতে তাঁকে তাঁর দেওর এবং শ্বশুর লোহার রড দিয়ে রাস্তার মাঝেই মারধর করে, গুরুতর আহত হন তিনি। সেই ফুটেজ সামনে আসতেই শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর কড়া হাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তেই একাধিক ধারায় মামলায় দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সবটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

জানা যায়, ১৭ বছর আগে রানি অবন্তীবাই নগরে বিয়ে হয় রীনার। দুই কন্যাসন্তানও আছে। তাঁর দাবি, কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি চলছিল। এমনকী শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বলেও অভিযোগ। সাংসদের বোন আরও বলেন, ‘আমার স্নানের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। আমি প্রতিবাদ জানাতেই লাঠি দিয়ে মারা হয়। আমার মেয়েকেও মারা হয়।’ প্রতিবেশীদের সামনেই মারধর করা হলেও কেউ প্রতিবাদ করেননি বলে অভিযোগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement