Advertisement
Advertisement
BJP

রাজ্যসভা নির্বাচনে ৩ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, তালিকায় রয়েছে এক মুসলিম নাম

২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে।

BJP names 3 candidates for polls to 4 Rajya Sabha seats in Jammu and Kashmir

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:October 12, 2025 2:10 pm
  • Updated:October 12, 2025 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। চার আসনের নির্বাচন হলেও বিজেপির প্রার্থী তালিকায় তিন জন প্রার্থীর নাম দেখা গিয়েছে। চমকপ্রদ বিষয় হল, এই তিন জনের মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত। প্রার্থীরা হলেন, গোলাম মহম্মদ মির, রাকেশ মহাজন ও সত্যপাল শর্মা।

Advertisement

আগামী ২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে। হিসেব অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ৪ আসনের মধ্যে ৩টি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসকদল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের। একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির। তারপরও রবিবার বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে ৩ নাম। অর্থাৎ বাকি দুই আসনেও জোর লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। এই দুই প্রার্থীকে রাজ্যসভায় জেতাতে শাসকদলের বিধায়ক কেনাবেচা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, চার রাজ্যসভা আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। চতুর্থ আসনে প্রার্থী ঘোষণা করা হবে কিনা তা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছে ফারুখ আবদুল্লাহর দল। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জম্মু ও কাশ্মীরের শাসকদল। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের ৫ বছর পর ২০২৪-এ বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। এই নির্বাচনে প্রাক্তন শাসকদল পিডিপিকে পিছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। এবার সেখানেই বিধায়কদের ভোটে নির্বাচিত হবেন রাজ্যসভার ৪ সাংসদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ