Advertisement
Advertisement
Actor Vijay

‘পুরোটাই পরিকল্পিত’, অভিনেতা বিজয়ের মিছিলে পদপিষ্টের ঘটনায় তোপ বিজেপির

শনিবার মাদ্রাজ হাই কোর্টের ভর্ৎসনার মুখেও পড়েন দক্ষিণী সুপারস্টার।

BJP slams the stampede in actor Vijay's rally
Published by: Subhodeep Mullick
  • Posted:October 5, 2025 10:53 am
  • Updated:October 5, 2025 10:53 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এমনকী গতকাল অর্থাৎ শনিবার মাদ্রাজ হাই কোর্টের ভর্ৎসনার মুখেও পড়েন দক্ষিণী সুপারস্টার। এই পরিস্থিতিতে ভয়ংকর এই দুর্ঘটনাকে ‘ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত’ বলে তোপ দাগলেন বিজেপি নেত্রী খুসবু সুন্দর।

Advertisement

তিনি বলেন, “গোটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন ভিড় নিয়ন্ত্রণে চরম অব্যবস্থা ছিল। মনে হচ্ছে, গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল। ডিএমকে আগে থেকেই জানত যে কী পরিমাণ ভিড় সেখানে হতে চলেছে। কিন্তু তা-ও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এই দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এখনও নীরব। কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তাঁর মুখ খোলা উচিত।”

অভিনেতা বিজয়ের বিরুদ্ধেও উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এফআইআরে উল্লেখ রয়েছে, জেলায় অনেকক্ষণ আগে পৌঁছন বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছতে প্রায় ঘণ্টাচারেক দেরি করেন তিনি। স্বাভাবিকভাবেই অধৈর্য হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলে। আর তার ফলে পদপিষ্টের ঘটনা ঘটে। বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগও রয়েছে। এদিকে, কারুরে এই মর্মান্তিক দুর্ঘটনার পর সোমবার সকালে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি ফোন আসে। ইস্ট কোস্ট রোড এলাকার পুলিশ জানিয়েছে, ফোন করে হুমকিদাতা জানান, অভিনেতার বাড়িতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি করে। কিন্তু কিছু মেলেনি।

প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, এই সভাস্থলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ। তবে বাস্তবে দেখা যায়, সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যে বিজয়ের অপেক্ষায় সকাল থেকে এত মানুষ হাজির হলেও, বিজয় এসে পৌঁছন সন্ধ্যা ৭টায়। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকলেও কোনওরকম ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে। এই অবস্থায় বিজয় সেখানে প্রবেশ করার পর ভাষণ দিতে শুরু করলে সামনের দিকে এগিয়ে আসতে থাকে জনতা। মুহূর্তে পরিস্থিতি গুরুতর আকার নেয়। ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ