Advertisement
Advertisement
BJP

তৃতীয় মোদি সরকারের বর্ষপূর্তিতে ঘরে ঘরে সিঁদুর পৌঁছবে বিজেপি, একমাসব্যাপী কর্মসূচি

বিবাহিত মহিলাদের হাতে উপহার হিসাবে সিঁদুর দেওয়া হবে।

BJP to gift sindoor to celebrate one year anniversary of Modi govt 3.0
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 29, 2025 2:04 pm
  • Updated:May 29, 2025 2:13 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেবে বিজেপি। কেন্দ্রে নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ৯ জুন। বর্ষপূর্তি উপলক্ষে ওই দিন থেকে একমাসব্যাপী এই কর্মসূচি চালানেরা পরিকল্পনা করেছে বিজেপি। তাতে অপারেশন সিঁদুর-এর সাফল্যকে বিশেষভাবে তুলে ধরা হবে বলেই ঠিক হয়েছে। 

Advertisement

দেশের ঘরে ঘরে অপারেশন সিঁদুরের সাফল‌্যবার্তা পৌঁছে দিতে বাড়ির বিবাহিত মহিলাদের হাতে উপহার হিসাবে সিঁদুর দেওয়া হবে। সঙ্গে অপারেশন সিঁদুর কী, কীভাবে তা সফল হয়েছে সেই সংক্ষিপ্ত বিবরণ-সহ লিফলেটও বিলি করা হবে বলেই বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে। পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে স্বল্পদৈর্ঘ্যর তথ্যচিত্রও তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। সেখানে ভারতীয় সেনার ভূমিকার সাফল্যের কথাও সেখানে উল্লেখ করা হবে এমন সম্ভাবনা রয়েছে। তথ্যচিত্রটিকে বিভিন্নভাবে তুলে ধরার পাশাপাশি সেনাকর্মী ও জওয়ানদের পরিবারের সদস্যদেরও দেখানোর পরিকল্পনা করা হয়েছে।

কেন্দ্র সরকারের তৃতীয় বারের বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির পাশাপাশি পুরো এনডিএ-র তরফ থেকে উদযাপন করা হবে বলেই ঠিক হয়েছে। সদ্য, প্রধানমন্ত্রী এনডিএ-র সমস্ত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে, বিজেপির পদাধিকারী, সাংসদরা একমাস ধরে তাদের লোকসভা কেন্দ্রে প্রতিদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পদযাত্রা করবেন এবং সপ্তাহে দু-দিন পদযাত্রার সঙ্গেই জনসংযোগের উপরও জোর দিতে বলা হয়েছে। এছাড়াও বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা ক্ষেত্রগুলিতে জনসংযোগ চলবে সমানতালে। সেখানে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথাও তুলে ধরতে হবে জনপ্রতিনিধিদের। তার জন্য আয়োজন করা হবে প্রদর্শনীরও। জেলায় জেলায় হবে সাংবাদিক বৈঠকও। সঙ্গে দিল্লিতে বিজেপির সদর দপ্তরেও বিশেষ সাংবাদিক বৈঠক করা হবে বলেই ঠিক হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ