Advertisement
Advertisement
Tiranga Yatra

সেনার সাফল্যে দেশজুড়ে হবে তেরঙ্গা যাত্রা, সংসদে সিঁদুর আলোচনার পর ঘোষণা বিজেপির

নিখাদ দেশপ্রেমের পাশাপাশি এই কর্মসূচিতে মিশতে চলেছে রাজনৈতিক মশলাও।

BJP To Hold Nationwide 'Tiranga Yatra' To Highlight Operation Sindoor Success
Published by: Amit Kumar Das
  • Posted:July 30, 2025 4:05 pm
  • Updated:July 30, 2025 4:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি সেনার বীরত্বের জয়গান গেয়েছে সরকার। এবার গোটা দেশের সামনে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশব্যাপী তেরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিল বিজেপি। এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীদের বার্তা। আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিজেপির মণ্ডলস্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্র চলবে এই তেরঙ্গা যাত্রা।

Advertisement

বিজেপির তরফে জানা যাচ্ছে, এই অভিযানের মূল উদ্দেশ্য দেশরক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহিদদের শ্রদ্ধা ও বীর জওয়ানদের সম্মান জানানো। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা হাতে প্রতিটি গ্রাম ও শহরে মিছিল বের করা হবে। এই মিছিলে থাকবে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এই কর্মসূচির অংশ হিসেবে সীমান্তে সেনা চৌকিগুলিতে গিয়ে বিজেপির তরফে সেনা জওয়ানদের সম্মান জানাব আমরা। পাশাপাশি ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে পতাকা উত্তোলন করা হবে। ১৪ আগস্ট দেশভাগের দুঃখ স্মরণ করে বিজেপির তরফে বের করা হবে একটি নীরব শোভাযাত্রা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোটা দেশে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশলকে। তাঁর নেতৃত্বেই প্রতিটি রাজ্যে একজন আহ্বায়ক এবং তিন সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে।

উল্লেখ্য, অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলা বিরোধী শিবিরকে তুলোধোনা করতে সংসদের আলোচনা সভাকে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত দু’দিনে একে একে সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকরের মতো নেতারা। যেখানে বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ছিল শাসকদল। জানা যাচ্ছে, এই কর্মসূচিতে সংসদে মন্ত্রীদের ভাষণের অংশও তুলে ধরা হবে জনসাধারণের কাছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে ৬-৭ মে অপারেশন সিঁদুর শুরু করে সেনা। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। হামলায় মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সেই সাফল্যের পর সেনার সাফল্য তুলে ধরতে ১৩ থেকে ২৩ মে পর্যন্ত দেশব্যাপী তেরঙ্গা যাত্রা শুরু করেছিল বিজেপি। এবারের তেরঙ্গা যাত্রায় সেনার সাফল্যের পাশাপাশি বিজেপির নিশানায় থাকবে বিরোধী শিবিরও। তাই তেরঙ্গা হাতে নিখাদ দেশপ্রেমের পাশাপাশি এই কর্মসূচিতে মিশতে চলেছে রাজনৈতিক মশলাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ