Advertisement
Advertisement
BJP

মণ্ডলের নিচে তৈরি হবে ওয়ার্ড কমিটি! মানুষের মন বুঝতে সাংগঠনিক কাঠামোয় বদল বিজেপির

রাজ্যের প্রতিটি বুথে দলের এজেন্ট জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে।

BJP to restructure organisation in Bengal before Assembly Elections
Published by: Subhajit Mandal
  • Posted:September 5, 2025 2:15 pm
  • Updated:September 5, 2025 2:15 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: একদম নিচুস্তরে তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে শহরাঞ্চলে সাংগঠনিক কাঠামোয় বদল আনছে গেরুয়া শিবির। আগে মন্ডল কমিটি ছিল সবচেয়ে নিচুস্তরের কমিটি। এবার মণ্ডলকে বিস্তার করে ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বুথ সংকল্প সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা।

Advertisement

রাজ্যের প্রতিটি বুথে দলের এজেন্ট জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। রাজ্যের প্রায় ৩০ শতাংশ বুথে এজেন্ট জোগাড় করা সম্ভব হয়নি। সে ক্ষেত্রে তৃণমূল বিরোধী অন্য বিরোধীদলের এজেন্ট এর ওপর নির্ভর করতে হবে বাংলার বিজেপিকে। কারণ বহু সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় একজনও কার্যকর্তা জোগাড় করা সম্ভব হয়নি বলে স্বীকার করে নিয়েছেন দলের রয়েছে নেতা। আবার এমন অনেক বুথ রয়েছে যেখানে ১৫ থেকে কুড়ি জন এজেন্ট দেওয়ার জায়গায় রয়েছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, রাজ্যে বেশ কিছু মণ্ডল কমিটি রয়েছে যেখানে জনঘনত্ব অত্যন্ত বেশি। একটা মণ্ডল কমিটির পক্ষে সেটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ওয়ার্ড ধরে ধরে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলেই জানিয়েছেন ওই শীর্ষনেতা। এর ফলে দলের নিচু তলার কার্যকর্তারা অনেক বেশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। দল সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব বুঝতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বর্তমানে মণ্ডল কমিটি রিপোর্ট করে সাংগঠনিক জেলা কমিটির কাছে। ওয়ার্ড কমিটি গঠন হওয়ার পর তারা রিপোর্ট করবে মণ্ডল কমিটির কাছে। সেই রিপোর্ট শীর্ষস্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব মণ্ডল কমিটির। ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের ওই শীর্ষ নেতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement