ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের পর এবার কি মধ্যপ্রদেশেও সরকার গড়তে চলেছে বিজেপি! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অভিযোগের পরে সেই রকমই ইঙ্গিত মিলল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিজেপির তরফে। দলবদল করলে তাঁদের ২৫ থেকে ৩৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় শাসকদল।
সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিগ্বিজয় সিং অভিযোগ করেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মিশ্র-সহ বিজেপি নেতারা ১৫ বছর ধরে মধ্যপ্রদেশকে লুট করেও শান্তি পাচ্ছেন না। বিরোধী আসনে বসতে চাইছে না। তাই যেকোনও উপায়ে রাজ্যের কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে ফেলতে চাইছে। এর জন্য কংগ্রেস বিধায়কদের ফোন করে দলবদলের প্রস্তাব দিচ্ছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলে ২৫ থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিচ্ছে। এই বিষয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। প্রথমে তারা পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে চাইছে। আর বাকি টাকা কংগ্রেস সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে ও রাজ্যসভার ভোট হয়ে গেলে দিতে চাইছে। তবে আমি তাদের সতর্ক করে দিতে চাই যে এটা কর্ণাটক নয়। আর আমাদের বিধায়করা বিক্রি হবেন না।’
দিগ্বিজয় সিংয়ের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তাঁকে জন্মগত মিথ্যেবাদী বলেন শিবরাজ সিং চৌহান। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যে কথা বলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা দিগ্বিজয় সিংয়ের পুরনো অভ্যাস। নিজের গুরুত্ব প্রমাণ করতে প্রথমে তিনি মুখ্যমন্ত্রী কমল নাথকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। মনে হয় ওনার কোনও কাজ আটকে গিয়েছে। তাই যেকোনও কিছু বলে তিনি মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। এটা ওনার পুরনো অভ্যাস। তাই এবিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.