সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসশাসিত কর্নাটকে সরকারি অনুষ্ঠানে কোরান পাঠে বিতর্ক! সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওটিকে সামনে রেখে সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সরকারি অনুষ্ঠানে কোরান পাঠ করা হয়েছে। এমনকী সরকারি অনুষ্ঠানের মঞ্চে কংগ্রেসের পতকা উড়তে দেখা গিয়েছে বলেও দাবি। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।
কর্নাটকের হুবালিতে ছিল ওই অনুষ্ঠানটি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে, কোরান পাঠ করা হচ্ছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড় বলেন, “একটা সরকারি অনুষ্ঠান। তারা কীভাবে একজন ইমামকে ডেকে কোরান পাঠ করতে পারে… একটি সরকারি অনুষ্ঠানে কংগ্রেসের পতাকা ছিল। উপস্থিত কর্মকর্তারা দলীয় কর্মীদের মতো আচরণ করছিলেন।” অরবিন্দ এক্স হ্যান্ডেলে আরও লেখেন, “সরকারি আয়োজনের অপব্যবহার হয়েছে।” এই বিষয়ে মুখ্যসচিবের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
Blatant misuse of government platforms by the government in Karnataka!
In Hubballi, a publicly funded event was hijacked by Congress leaders and officials — turned into a full-fledged party show. Party banners on stage, Quran recitation in a government function,…
— Arvind Bellad (@BelladArvind)
অন্যদিকে হুবালির সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকা রাজ্যের মন্ত্রী সন্তোষ লাড় বলেন, “একটি নির্দিষ্ট ভিডিও দেখিয়ে অভিযোগ আনা হচ্ছে। যেখানে কোরান আবৃত্তি করা হচ্ছিল। যদিও অন্য আবৃত্তিকাররাও ছিলেন। হিন্দু দেবদেবীদের মন্ত্রও পাঠ করা হয়েছে। এতে আপত্তি কোথায় আমার মাথায় ঢোকেনি।” লাড় আরও দাবি করেন, এটি ঠিক সরকারি অনুষ্টান ছিল না। তিনি বলেন, “কংগ্রেস সমর্থক শিল্পপতিদের দ্বারা সংগঠিত হয়েছিল অনুষ্ঠানটি।”
উল্লেখ্য, হুবালির অনুষ্ঠানে দেবার গুডিহাল রোডে উন্নয়ন প্রকল্পের সূচনা করেন কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড়। ১৪ কোটি টাকা অর্থমূল্যের প্রকল্পের ঘোষণা করেন তিনি। এদিন সেলাই মেশিন বিতরণ করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.