ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নিজের গড় রায়বরেলিতেই বিক্ষোভের মুখে পড়তে হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। বুধবার রাহুল রায়বরেলি সফরে যান। কিন্তু নিজের লোকসভা কেন্দ্রে ঢোকার মুখে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হল রাহুলকে।
বুধবার রায়বরেলির হরিশচন্দ্রপুরে যাওয়ার কথা ছিল লোকসভার বিরোধী দলনেতার। রাহুল গান্ধীর সেই কর্মসূচি ভণ্ডুল করে দিতে আসরে নামেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং। রাহুলের যাত্রাপথে সদলবলে ধরনা শুরু করে দেন তিনি। দাবি, ভোটার অধিকার যাত্রা চলাকালীন বিহারে কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে গালিগালাজ করা হয়েছিল। সেই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে খোদ রাহুলকে। নাহলে রায়বরেলিতেও তাঁকে ঢুকতে দেওয়া হবে না। বিজেপি কর্মীরা, ‘রাহুল গান্ধী গো ব্যাক’, ‘দেশের মায়েদের কাছে ক্ষমা চান’ লেখা পোস্টার নিয়ে হাজির হন ওই বিক্ষোভে।
‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিযোগ, রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা কে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান। ওই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং মা-কে জড়িয়ে এমন ভাষা ব্যবহার করা হয় যা ছাপার অযোগ্য।
পরে ওই বিষয়টিকে বিহারের নির্বাচনের অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি। গোটা দেশেই ওই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। রাহুলের নিজের কেন্দ্রেও এবার তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হল। ওয়াকিবহাল মহল মনে করছে, পুরোটাই এই ইস্যুটিকে ভাসিয়ে রাখার চেষ্টা। যদিও কংগ্রেসের দাবি, বিজেপির বিক্ষোভে রাহুল গান্ধীর কর্মসূচিতে কোনও সমস্যা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.