Advertisement
Advertisement
Jaisalmer

রাজস্থানে উদ্ধার পাক কিশোর-কিশোরীর মৃহদেহ, কীভাবে ভারতে এল? মৃত্যুই বা কীভাবে? দানা বাঁধছে রহস্য

মৃতদেহের পাশ থেকে পাকিস্তানের সিমকার্ড, পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

Bodies of two minor Pakistani nationals found in Jaisalmer

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 29, 2025 4:38 pm
  • Updated:June 29, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ভূখন্ডে পাক কিশোর-কিশোরীর মৃতদেহ উদ্ধার! শনিবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তে দু’জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সীমান্ত থেকে ১১ কিলোমিটার ভিতরে ওই দুই পাক নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা মৃতদেহগুলি প্রথমে দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ ও বিএসএফকে। তারা এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেহ দু’টি চার-পাঁচ দিনের পুরনো। দু’জনের কাছ থেকে পাকিস্তানের সিমকার্ড, পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই মৃত দু’জনের পরিচয় জানতে পারে পুলিশ। মৃত দু’জনের মধ্যে একজনের জন্ম ২০০৮ সালে, অপরজনের জন্ম ২০১০ সালে।

এদিকে এই ঘটনা সামনে আসতেই একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ওই দুই পাক নাগরিক কীভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকল? তাছাড়া কীভাবে তাদের মৃত্যু হল তা নিয়েও প্রশেন উঠছে। পুলিশ জানিয়েছে, দেহগুলি দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চার-পাঁচ দিন আগে ওই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশের আরও অনুমান, খিদে এবং তেষ্ঠার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে ওই দু’জনের।

যোধপুর রেঞ্জের পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, “মৃতদেহ দু’টির কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক এবং সংবেদনশীল জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে কিছু প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। ঘটনার তদন্ত চলছে। ওই দুই পাক নাগরিক আগে থেকেই ভারতে ছিল, নাকি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ