Advertisement
Advertisement
UttarPradesh

উত্তরপ্রদেশের শিশুর পচাগলা দেহ উদ্ধার রাজস্থানে, অপহরণ করে চাওয়া হয়েছিল ৮০ লক্ষ টাকা

শনিবার রাজস্থানের মানিয়া গ্রামের কাছে কবর খুঁড়ে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করা হয়।

Body Of UttarPradesh Boy Found Buried In Rajasthan

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 20, 2025 1:08 pm
  • Updated:July 20, 2025 1:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিনমাস আগে উত্তরপ্রদেশের আগ্রা থেকে অপহরণ হয়ে যাওয়া ৮ বছরের শিশুর দেহ উদ্ধার হল রাজস্থানে। শনিবার রাজস্থানের মানিয়া গ্রামের কাছে কবর খুঁড়ে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভয় নামে প্রথম শ্রেণির ওই পড়ুয়া বাড়ি থেকে খেলতে বেরিয়ে গত ৩০ এপ্রিল নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও ছেলের কোনও খোঁজ পাননি অভয়ের মা-বাবা। এরপরই পুলিশে অভিযোগ জানান তাঁরা। ঘটনার তদন্তও শুরু করে পুলিশ। এরই মধ্যে শিশুটির পরিবারের সদস্যদের কাছে একটি চিঠি আসে। সেখানে মুক্তিপণ হিসাবে ৮০ লক্ষ টাকা দাবি করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিশুটিকে অপহরণ করার পর রাজস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে উত্তরপ্রদেশ পুলিশ। এরইমধ্যে শনিবার রাজস্থানের মানিয়া গ্রামের একটি ফাঁকা জায়গা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হলে রাজস্থান ও উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

আগ্রার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অমরদীপ লাল বলেন, “দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। দেহটি অপহরণ হওয়া শিশুটির সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।” শিশুটির দেহ উদ্ধার হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, খুনের ঘটনার তদন্ত করা হচ্ছে। খুব তাড়াতাড়ি অপারাধীদের ধরা সম্ভব হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ