বিস্ফোরণের পর ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়েছে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনজীবীদের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। এর জেরে আদালত চত্বরে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মারাত্মক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালতে। এর জেরে তিনজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
Lucknow: Crude bomb was hurled towards chamber of lawyer Sanjeev Lodhi who has blamed another lawyer Jitu Yadav for the incident. Police at the spot
— ANI UP (@ANINewsUP)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লখনউয়ের হজরতগঞ্জ (Hazratganj)-এ অবস্থিত জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সংলগ্ন আদালত চত্বরে ঘটনাটি ঘটেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওখানে দু’দল আইনজীবীর মধ্যে গন্ডগোল চলছিল। বৃহস্পতিবার তা চরম আকার ধারণ করে। এর জেরে এক সঞ্জীব লোধি নামে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ে তাঁরই এক সহকর্মী জিতু যাদব। এর জেরে সঞ্জীব লোধি-সহ তিনজন জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
এদিকে দিনদুপুরে আচমকা আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটায় অন্য আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আতঙ্কে এদিক-ওদিক দৌড়াতে শুরু করেন তাঁরা। পরে খবর পেয়ে ওয়াজিরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়াজিরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আদালত চত্বরে এক আইনজীবীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। এর জেরে তিনজন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি তাজা দেশি বোমাও উদ্ধার করা হয়। অভিযুক্ত আইনজীবীর নাম জিতু যাদব বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.