Advertisement
Advertisement
Jammu

বোমায় উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন! পায়রার পায়ে বাঁধা হুমকি চিরকুট উদ্ধার বিএসএফের

বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Bomb threat at Jammu station
Published by: Subhankar Patra
  • Posted:August 21, 2025 5:28 pm
  • Updated:August 21, 2025 6:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তা। তাতে লেখা উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন! হুমকি বার্তা লেখা চিরকুট উদ্ধার করল বিএসএফ। চিরকুটটি পাওয়া গিয়েছে জম্মুর আরএস পুরার সীমান্ত এলাকায়।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, হুমকি চিঠিতে উর্দু ও ইংরেজিতে লেখা রয়েছে আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন। তাতে আরও লেখা কাশ্মীরের স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে। এই হুমকি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট। রাত ৯টা নাগাদ পায়রাটিকে লক্ষ করেন নিরাপত্তারক্ষীরা। সেটির কাছে যেতেই উদ্ধার হয় ওই হুমকি চিঠি।

খতিয়ে দেখা হচ্ছে এটি কোনও ষড়যন্ত্র কি না। জম্মু স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে জম্মু পুলিশকেও। নিরাপত্তা সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, পায়রাটিকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে সীমান্তের ওপার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত উত্তপ্ত করতে বারংবার পাকিস্তানের দিক থেকে বার্তা বহনকারী বেলুন, পতাকা উড়ে আসে ভারতের আকাশে। কিন্তু এই প্রথমবার হুমকি চিঠি-সহ একটি পায়রা ধরা পড়ল বলল জানাচ্ছেন আধিকারিকরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ