Advertisement
Advertisement
IndiGo flight

ফের বোমাতঙ্ক! চেন্নাইয়ে জরুরি অবতরণ থাইল্যান্ডগামী ইন্ডিগো বিমানের

আকাশ সফরে কাটছে না আতঙ্কের মেঘ।

Bomb threat forces IndiGo flight to make emergency landing in Chennai
Published by: Amit Kumar Das
  • Posted:September 20, 2025 11:54 am
  • Updated:September 20, 2025 11:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ সফরে কাটছে না আতঙ্কের মেঘ। ফের আন্তর্জাতিক বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দুষ্কৃতীদের! বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি বার্তা পেল মুম্বই থেকে থাইল্যান্ডগামী ইন্ডিগো বিমান। যার জেরে আকাশে ওড়ার কিছুক্ষণ পর চেন্নাইয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি।

Advertisement

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “১৯ সেপ্টেম্বর মুম্বই থেকে থাইল্যান্ডের ফুকেটগামী ইন্ডিগোর 6E 1089 বিমানটিকে নিরাপত্তার খাতিরে চেন্নাইয়ে দিকে ঘোরানো হয়।” পাশাপাশি আরও জানানো হয়েছে, “ফুকেট বিমানবন্দরে নাইট কারফিউ-এর কারণে এই যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যাত্রী, পাইলট ও কেবিন ক্রুদের নিরাপত্তাকে ইন্ডিগো সর্বাধিক গুরুত্ব দেয়।”

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, শুক্রবার রাতে একটি হুমকি ইমেলের জেরে আতঙ্ক ছড়ায়। যেখানে বলা হয় ওই বিমানটিতে বোমা রাখা রয়েছে। গুরুতর এই পরিস্থিতিতে ওই বিমানটিকে চেন্নাইয়ে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। রাতে চেন্নাইয়ে সেটি অবতরণ করলে প্রোটকল মেনে বিমান খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে দীর্ঘ তল্লাশিতেও বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠাল তা খতিয়ে দেখা হচ্ছে।

অবশ্য বিমানে বোমাতঙ্কের ঘটনা এই প্রথমবার নয়, চলতি বছরে অন্তত শতাধিকবার এই ধরনের হুমকি মেল পেয়েছে একাধিক বিমান। যদিও প্রতিবারই দেখা গিয়েছে সেই ইমেলগুলি ভুয়ো। নিছক মজা ও বিমান পরিষেবায় সমস্যা তৈরি করতেই পাঠানো হয় এগুলি। তদন্তে আগে বেশ কয়েকজন আটকও করে পুলিশ। যাদের বেশিরভাগই নাবালক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ