Advertisement
Advertisement

Breaking News

Bombay high court

গায়ের রং নিয়ে খোঁটা, দ্বিতীয় বিয়ের হুমকি! অভিমানে আত্মঘাতী স্ত্রী, ২৭ বছর পর ‘মুক্ত’ স্বামী

অভিযুক্তকে বেকসুর খারাজ আদালতের।

Bombay high court frees man after 27 years of a case

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 26, 2025 2:14 pm
  • Updated:July 26, 2025 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে কালো বলে খোঁটা। আবার বিয়ে করার হুমকি স্বামীর। তার জেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী। সেই ঘটনায় নিম্ন আদালত স্বামীকে পাঁচবছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। ২৭ বছর পর স্বামীকে সেই মামলায় স্বামীকে অব্যাহতি দিল বম্বে হাই কোর্ট।

Advertisement

সালটা ১৯৯৫ সাল। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মুম্বইয়ের সাতারার এক বধূ। মৃতার তাঁর মা-বাবার কাছে এই অভিযোগ জানিয়েছিলেন। ১৯৯৮ সালে সেই সময় বছর ২৩-এর তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ধারা ৪৯৮এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুরতা) এবং ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) ধারায় দোষী প্রমাণিত হন স্বামী।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্ত হন যুবক । বিচারপতি এসএম মোদকের এজলাসে মামলাটি ওঠে। সেখানে মৃতার পক্ষের আইনজীবী আদালতে জানান, মৃতার স্বামী বধূকে তাঁর গায়ের রং নিয়ে খোটা দিতেন। অন্য বিয়ে করবেন বলেও হুমকি দিতেন। এমনকী শ্বশুড়বাড়ির লোক বধূর রান্না নিয়েও বাজে কথা বলতেন। তার জেরেই আত্মহত্যা করেছেন বধূ।

হাই কোর্টের মন্তব্য, যা ঘটেছে তা খারাপ হলেও তা পারিবারিক কলহ। ফৌজিদারি অপরাধ নয়। বিচারপতির পর্যবেক্ষণ, ‘ এইগুলি পুরোপুরি পারিবারিক কলহ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ধারা এই ক্ষেত্রে খাটে না।” বিচারপতি আরও বলেন, এই ঘটনায় স্পষ্ট মহিলা হয়রানির শিকার। কিন্তু সেটি অপরাধ নয়, যাতে ফৌজদারি আইন কার্যকর করা যেতে পারে।” মৃতার পক্ষের আইনজীবী বধূর আত্মহত্যার সঙ্গে শ্বশুরবাড়ির লোক বা স্বামী যুক্ত রয়েছেন তা প্রমাণ করতে পারেননি। স্বামীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement