ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির পরে এবার মুম্বই। শুক্রবার দুপুরে হঠাৎ বন্ধ হয়ে যায় বম্বে হাই কোর্টের কাজ। দক্ষিণ মুম্বইয়ে, হাই কোর্টের ঐতিহাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়ে ইমেল। একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাই কোর্টে বোমাতঙ্কে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আদালতের আধিকারিকরা জানিয়েছেন, দুপুর একটা নাগাদ আদালতের ইমেলে এই বোমা হামলার হুমকি পাঠানো হয়। এরপরেই দ্রুত আদালত চত্বর খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বার অ্যাসসিয়েশনকে জানানো হয়ে সদস্যদের সকলকে সতর্ক করার জন্য। এরপরেই আইনজীবী, আদালতের কর্মী এবং অন্যান্য সকলেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান।
দ্রুত আদালতে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে-সহ অন্যান্য অফিসাররা। এলাকা পরিদর্শন করতে আসে বম্ব স্কোয়াড (বিডিডিএস)। আজাদ ময়দান থানা এবং দক্ষিণ অঞ্চল থেকে পুলিশের অতিরিক্ত দল এই অভিযানে যোগ দিয়েছে।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “নির্ধারিত প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই তল্লাশি চলছে। আমরা অতীতে ইসকন মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের বিষয়ে এমন হুমকি মেল পেয়েছি। যদিও সেসবই ভুয়ো প্রমাণিত হয়েছে।” তিনি জানান বম্বে হাইকোর্টের বোমাতঙ্কটিও ভুয়ো বলেই সন্দেহ করা হচ্ছে। যদিও সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, শুক্রবার সকালে বোমাতঙ্কের খবর ছড়ায় দিল্লিতে। দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, একটি ইমেলের মাধ্যমে হাই কোর্ট চত্বরে বোমা থাকার খবর পাওয়া যায়। ইমেলে বলা হয়, পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার উদ্দেশে পাক গুপ্তচর সংস্থার মদতে বোমা রাখা হয়েছে হাই কোর্ট চত্বরে। হুমকি বার্তা পাওয়ার পরই হাই কোর্ট চত্বর ফাঁকা করে দেয় দিল্লি পুলিশ। আচমকা একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয়। এভাবে শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালত চত্বরে গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণ পরই জানা যায়, ইমেলের মাধ্যমে অজ্ঞাতপরিচয় কেউ দিল্লি হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.