Advertisement
Advertisement
Border Security Force

বিএসএফের ‘এয়ার উইংস’-এ প্রথম মহিলা ইঞ্জিনিয়ার! ৫৬ বছরে ভাঙল ‘অচলায়তন’

ভাবনার হাতে নিয়োগপত্র ও ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন বিএসএফের ডিজি।

Border Security Force's Air Wing Gets Its First Woman Flight Engineer
Published by: Amit Kumar Das
  • Posted:October 12, 2025 5:52 pm
  • Updated:October 12, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৬ বছরে ভাঙল ‘অচলায়তন’ ভাঙল বোর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। এই প্রথমবার বিএসএফের বিমান শাখার ইঞ্জিনিয়ার বিভাগে নিয়োগ করা হল কোনও মহিলাকে। সম্প্রতি এই বিভাগে যোগ দিয়েছেন ৫ জন। সমস্ত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই পদে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী।

Advertisement

১৯৬৯ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রক বিমান চলাচল ইউনিট পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএসএফকে। বিএসএফই দেশের সমস্ত আধাসেনা, এনএসজি এবং এনডিআরএফের প্রয়োজনীয়তা পূরণ করে। তবে এই ইউনিট গঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই বিভাগে কোনও মহিলাকে নিয়োগ করা হয়নি। অবশেষে সরে গেল সেই জগদ্দল পাথর। সম্প্রতি সোশাল মিডিয়ায় বিএসএফের তরফে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এবং ভাবনার নিয়োগের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভাবনার হাতে নিয়োগপত্র ও ফ্লাইং ব্যাচ পরিয়ে দিচ্ছেন বিএসএফের ডিজি দিলজিৎ সিং চৌধুরী।

এই বিষয়ে বিএসএফের তরফে জানানো হয়েছে, নবনিযুক্ত এই এই ৫ জন বিএসএফের বিমান শাখায় প্রাথমিকভাবে প্রশিক্ষিত ছিলেন। সম্প্রতি দু’মাসের দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাঁরা। গত আগস্ট থেকে দু’মাসের এই প্রশিক্ষণে ১৩০ ঘন্টা কাজের অভিজ্ঞতা রয়েছে এই ৫ জনের। পাঞ্জাব ও অন্যান্য রাজ্যে বন্য পরিস্থিতিতে এই বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাও রয়েছে তাঁদের।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ডিসেম্বরে প্রায় ৩ লক্ষ কর্মী নিয়ে বিএসএফ গঠন করা হয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতেয় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিএসএফ, পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করে এরা। বর্তমানে বিএসএফের বিমান শাখায় Mi 17 1V, Mi 17 V5, চিতা ও ধ্রুবের মতো হেলিকপ্টার পরিচালনা করে। এছাড়া ভিআইপিদের জন্য একটি ফিক্সড উইং এমব্রায়ার জেটও রয়েছে বিএসএফের। এই ইউনিটেই প্রথমবার নিযুক্ত হলেন কোনও মহিলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ