সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : হোলি উপলক্ষে দেশবাসীকে দারুণ উপহার দিল রিজার্ভ ব্যাঙ্ক। আজ থেকে উঠে গেল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা। নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে এবার ইচ্ছেমতো টাকা তুলতে পারবেন আপনি।
নোটবন্দির পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা নির্ধারিত করে দিয়েছিল আরবিআই। নতুন নোট বাজারে পর্যাপ্ত না আসা পর্যন্ত ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের তরফে। একজন গ্রাহক তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারবেন তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়। নতুন নোটের জোগান বাড়ার সঙ্গে সঙ্গে আরবিআইও তাঁদের নিয়মের কড়াকড়ি কিছুটা শিথিল করছে।
১২ মার্চ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন একজন গ্রাহক। আজ থেকে টাকা তোলার নির্দিষ্ট মাত্রা তুলে দেওয়া হল। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে জানুয়ারিতেই শেষ হয়েছে টাকা তোলার নির্ধারিত ঊর্ধ্বসীমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.