Advertisement
Advertisement
Nirmala Sitharaman

GST কমায় দাম কমেছে বহু পণ্যের, সুবিধা পাচ্ছেন দেশবাসী, জানালেন অর্থমন্ত্রী নির্মলা

৫৪টি পণ্যের দামে নজর রাখছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

Bprice drop post GST rate cut, says Finance Minister Nirmala Sitharaman
Published by: Kishore Ghosh
  • Posted:October 19, 2025 12:37 am
  • Updated:October 19, 2025 12:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবরাত্রির শুরুতে ‘পণ্য ও পরিষেবা কর’ বা জিএসটিতে বড়সড় ছাড় দিয়েছে কেন্দ্র। বেশ কিছু পণ্যকে জিএসটি মুক্তও করা হয়েছে। এর ফলে ব্যাপক সুবিধা পাচ্ছেন দেশবাসী। যে ৫৪টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি ছাড় দেওয়া হয়েছিল, কার্যক্ষেত্রে সেগুলির দাম কমেছে কি না, সে দিকেও নজর রাখা হচ্ছে। শনিবার এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

দেশের কর ব্যবস্থাকে সহজ ও আর্থিক সংশোধনের লক্ষ্যে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো। পুরনো নীতি বদলে নয়া কর কাঠামোতে রাখা হয়েছে মাত্র দুটি স্ল্যাব ৫ শতাংশ ও ১৮ শতাংশ। নয়া ব্যবস্থায় আগের তুলনায় অনেক সস্তা হয়েছে দুধ, পনির, ঘি, সাবান, স্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কমছে এসি ও গাড়ির মতো জিনিসেও। কিছু পণ্যকে আবার জিএসটি মুক্ত করেছে সরকার। নির্মলার দাবি, এর সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

বিহার বিধানসভা নির্বাচনের মুখে শনিবার সাংবাদিক বৈঠক করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে এবং নির্মলা সীতারমণ। তিনি বলেন, ‘‘জিএসটি সংস্কারের পর কোনও কোনও ক্ষেত্রে প্রত্যাশিত ছাড়ের চেয়েও বেশি ছাড় পাচ্ছেন গ্রাহকেরা।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও দাবি করেন, “শুল্ক হার হ্রাসের ফলে যানবাহন এবং ইলেকট্রনিক্সের বিক্রিও বেড়েছে।’’

৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, অতীতে যেখানে জিএসটি ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ ছিল সেটা কমিয়ে এখন শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশ করা হচ্ছে। এছাড়া, তামাকজাত পণ্য, পান মশলা, নরম পানীয়, বিলাসবহুল সামগ্রী যেমন দামি গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমানে বসছে ৪০ শতাংশ কর। বেশকিছু পণ্য যেমন টাটকা ফল, সবজি, ছানা, পনির, রুটি, পরটায় কোনও ট্যাক্স নাগবে না। করমুক্ত করা হয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধকে। আগে যেখানে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হত, এখন সেখানে কোনও জিএসটি লাগবে না। টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরবাইক, অটো পার্টস, তিন চাকার গাড়ি কিনতে এখন ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

হোটেল বুকিং, রুপচর্চা ও স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রীতে জিএসটির হার আগের ১৮ শতাংশের তুলনায় কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে আগের ১২ শতাংশ করের হার কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। ১০০ টাকার উপরে টিকিটের দাম হলে কর পড়বে ১৮ শতাংশ। এছাড়া আরও একটি ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটির বিশেষ স্ল্যাব রাখা হয়েছে। সরকার জানিয়েছে, সোনা, রুপো, হীরে ও দামি পাথরে ৩ শতাংশ কর দিতে হবে গ্রাহকদের।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দোকানে থাকা পুরনো স্টকগুলিকেও নয়া কর কাঠামোতে বিক্রি করতে হবে। পণ্যে এমআরপি বেশি থাকলেও গ্রাহকদের বর্তমান দামেই তা বিক্রি করতে হবে। অবশ্য গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ন্যশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (NPPA) জানিয়ে দেয়, ওষুধ প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে নয়া জিএসটি হারে এমআরপি আপডেট করার জন্য। যদি দোকানদার নয়া জিএসটির তুলনায় বেশি দাম নেন সেক্ষেত্রে ন্যশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে দোকানীর জরিমানা বা জেল হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ