Advertisement
Advertisement
BR Gavai

শপথ নিলেন বিআর গাভাই, প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি পেল ভারত

দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি বিআর গভাই।

BR Gavai takes oath as 52nd CJI

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 14, 2025 11:17 am
  • Updated:May 14, 2025 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি বিআর গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। প্রথম বৌদ্ধ হিসাবে ভারতের প্রধান বিচারপতি হলেন গাভাই। শপথগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই।

Advertisement

মঙ্গলবার আনুষ্ঠানিক অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সকালে তিনি আদালতের ‘সেরিমনিয়াল বেঞ্চ’-এ তাঁর শেষ ভাষণ দেন। এরপরই তিনি গাভাইকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর কথায়, “গাভাইয়ের মতো একজন সৎ প্রধান বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন।”

রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। সেই মতো বিচারপতি খান্না বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। প্রথম বৌদ্ধ হিসাবে তিনি প্রধান বিচারপতি হলেন।

২০০৩ সালে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন গাভাই। ২০০৫ সালে স্থায়ী পদ পান তিনি। ২০১৯ সাল থেকে তিনি শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে দায়িত্ব নেন। নোটবন্দি থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ডের মতো অন্তত ৩০০টি মামলার যুক্ত ছিলেন তিনি। এবার আগামী ছ’মাস তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement