Advertisement
Advertisement

বিয়ের প্রথম রাতেই গয়না নিয়ে পালাল নতুন বউ

আড়াই লাখ টাকার গয়না হাওয়া। ফাঁকা আলমারিও...

bride vanishes with jewellery worth in Lakhs on the first night of marriage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 12:15 pm
  • Updated:February 25, 2017 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই লাখ টাকার গয়না নিয়ে বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল নতুন বউ। কানপুরের সরোজিনী নগরের ঘটনা। গত ২৩ ফেব্রুয়ারি শ্যামবাবু নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় দেবরিয়ার ২৬ বছরের ওই যুবতীর। পরদিন সকালে নতুন বউয়ের ঘরে গিয়ে বাড়ির লোকেরা দেখেন ঘর ফাঁকা। গয়নাবোঝাই ব্রিফকেসটিও উধাও। মোবাইল ফোনে চেষ্টা করা হলে বারবারই বলা হয় তা বন্ধ রয়েছে। এরপরই খবর দেওয়া হয় নজিরাবাদ থানায়।

Advertisement

এবিভিপির বিরুদ্ধে সোশ্যালে মিডিয়ায় প্রতিবাদ কার্গিল শহিদের কন্যার

শ্যামবাবু পুলিশকে জানিয়েছে, ২৩ তারিখ রাতেই নতুন বউকে নিয়ে তিনি দেবরিয়া থেকে কানপুরে আসেন তিনি। অনেক রাত পর্যন্ত বাড়িতে অতিথিদের হইচই চলে। এরপর সকলে ঘুমাতে চলে যান। নতুন বউকেও তাঁর ঘরে শুতে পাঠানো হয়। পরদিন সকালে বাড়ির লোকেরা নতুন বউয়ের ঘরে গিয়ে দেখেন ঘর ফাঁকা। আলমারিও খালি। এরপরই থানায় খবর দেওয়া হয়।

নজিরাবাদ থানার পুলিশ আধিকারিক মুকেশ কুমার জানান, শ্যামবাবুর অভিযোগের ভিত্তিতে খোঁজখবর শুরু হয়েছে। যোগাযোগ করা হয়েছে নববধূর বাপের বাড়িতেও। যদিও মেয়ে কেন এমন কাণ্ড করল তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও।

হাসপাতাল থেকে পালাল বিচারাধীন অন্তঃসত্ত্বা বন্দি

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস