সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিগত ত্রুটির জেরে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে ছিল ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। অবশেষে তা সরছে। সূত্রের খবর, ভারতে বিমানটিকে কোনওভাবেই মেরামত করা সম্ভব নয়। তাই শীঘ্রই সেটিকে এয়ারলিফট করে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুবিধার জন্য বিমানটিকে বিভিন্ন অংশেও নাকি ভাঙা হতে পারে বলে সূত্রের খবর।
সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই ‘এফ-৩৫বি’। গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই উড়ানটি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। জানা যায়, বিমানটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। তারপর ১৪ দিনেরও বেশি সময় ধরে বিমানটি রানওয়েতেই দাঁড়িয়েছিল।
এই পরিস্থিতিতে যুদ্ধবিমানটির মেরামতের জন্য ৪০ সদস্যের দল একটি দলও পাঠিয়েছিল ব্রিটেন। কিন্তু পরীক্ষানিরীক্ষার পর অবশষে জানিয়ে দেওয়া হল যে ভারতে এটি মেরামত করা সম্ভব নয়। কারণ, বিমানটির হাইড্রোলিকে বেশ কিছু জটিল সমস্যা রয়েছে। প্রসঙ্গত, যে কোনও যুদ্ধবিমানের ক্ষেত্রে এই হাইড্রোলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং জেটটির উড়ান নিয়ন্ত্রণ করেন পাইলট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.