ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করায় পাঞ্জাবের পাঠানকোটের কাছে আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে ওই পাক নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
ভারত-পাক অশান্তির আবহে নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তে। এদিকে অশান্তির আবহে ৩১ মে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঁচটি রাজ্যে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই মধ্যে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফের হাতে ধরা পড়লেন এক পাক নাগরিক। তবে কেন ওই পাকিস্তানি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল সেই বিষয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুপ্রবেশকারীর পাক নাগরিক নাকি কোনও জঙ্গি সংগঠনের সদস্য সেবিষয়েও কিছু জানা যায়নি।
এদিকে গত ২৪ মে গুজরাটের বনাসকাঁথা জেলার কাছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন এক ব্যক্তি। একাধিকবার মানা করা হলেও ওই ব্যক্তি সীমান্ত পেরতে উদ্যত হলে গুলি করে তাঁকে প্রতিহত করে বিএসএফ। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পরে সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অনুপ্রবেশ আটকাতে বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। এরই মধ্যে সীমান্তে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটছে। যদিও পাকিস্তানিদের সেই চক্রান্ত ব্যর্থ করেছে বিএসএফ। এরই মধ্যে ফের একবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা আটকে দিয়ে এক জনকে গ্রেপ্তার করল বিএসএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.