সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জম্মু-কাশ্মীর নয়, এবার পাঞ্জাব সীমান্ত দিয়েও ভারতে অনুপ্রবেশ চেষ্টা করতে শুরু করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। বুধবার সকালে সেরকমই দুই জঙ্গি পাঞ্জাবে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে নিয়ন্ত্রণরেখাতেই তাদের রুখে দেয় ভারতীয় সেনা। ভেস্তে দেয় অনুপ্রবেশের ছক। অমৃতসরের আজনালা সেক্টর থেকে সীমান্ত পেরোতেই নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা পড়ে দুই জঙ্গিই। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র এবং পাকিস্তানি মুদ্রা। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক দ্রব্য।
: BSF troops foil an infiltration bid across International Boundary in Ajnala sector near Amritsar, Punjab; 2 Pak infiltrators killed.
— ANI (@ANI)
কাশ্মীরে কড়া হাতে সন্ত্রাসবাদীদের দমন করে চলছে ভারতীয় সেনা। পাশাপাশি সীমান্ত বরাবর চলছে কড়া নজরদারি। এর মধ্যেই পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ওই দুই জঙ্গি। মনে করা হচ্ছে, এদেশে সন্ত্রাসী হামলা চালানো কিংবা মাদক পাচারের উদ্দেশেই এই অনুপ্রবেশের চেষ্টা। কিন্তু সীমান্ত পেরনোর সময়েই তাদের দেখতে পায় বিএসএফের জওয়ানরা। এরপরই জওয়ানদের দিকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই পালটা জবাব দেয় বিএসএফ। এরপরই সেনার গুলিতে ঘটনাস্থলেই মারা যায় দুই জঙ্গি। জানা গিয়েছে, ওই দুই জঙ্গির কাছে ছিল প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। এছাড়াও ছিল ৪ কেজি হেরোইন। ছিল একে ৪৭, ম্যাগাজিন ২৩ রাউন্ড(৭.৬২ mm), ৯ এমএম পিস্তল, পিস্তল ম্যাগাজিন। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটি উদ্ধার হয়েছে সেটি হল, পাকিস্তানের মুদ্রায় ২০ হাজার টাকা এবং সিমকার্ড-সহ পাকিস্তানের মোবাইল। বিশেষজ্ঞদের মতে, ভারতে ঘাঁটি গাড়তে বেশ প্রস্তুতি নিয়েই এসেছিল এই জঙ্গিরা। ইতিমধ্যে গোটা এলাকায় জারি করা হয়েছে সতর্কবার্তা।
4 kg heroin, AK 47 rifle,AK Mag,23 rounds(7.62 mm),9mm Pistol,Pistolmag,9mm rounds(4), Pak mobile with SIM, Rs 20,000 Pak currency recovered
— ANI (@ANI)
শুধু পাঞ্জাব নয়, জম্মু-কাশ্মীরে লাগাতার চলছে পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। এর আগে গত শনিবার সকালে কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ কিন্তু, সেনাবাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দু’জন পাক জঙ্গির নিকেশ হয়। বিগত কয়েকমাসে কাশ্মীপ উপত্যকায় বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ। প্রায়দিনই সেনা-জঙ্গি গুলির লড়াই খবরের শিরোনামে উঠে আসছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের মদতেই জঙ্গিদের এই বাড়বাড়ন্ত। কিন্তু নয়াদিল্লি অভিযোগ সত্ত্বেও সেকথায় কান দিতে নারাজ ইসলামাবাদ। চলতি বছরে জম্মু-কাশ্মীরে একশোরও বেশি জঙ্গি নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এখনও হিট-লিস্টে অনেক নাম রয়েছে। তাদের নিকেশ করার প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ, আল কায়দা এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বহু জঙ্গির নামের তালিকা তৈরি করেছে নিরাপত্তাবাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.